এর আগেও আমরা দেখেছিলাম আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন লঞ্চের সাথে সাথে একের পর এক রেকর্ড ভেঙেছিল।
এবার লঞ্চের 41 দিন পর আবার এক নতুন চমক দিল আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ।
কি সেই নতুন রেকর্ড ?
এবার লঞ্চ হওয়ার মাত্র 41 দিনের মধ্যেই 100 মিলিয়ন ডাউনলোড কমপ্লিট করে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন করে ফেলল আরও এক নতুন রেকর্ড ।
আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত 100 মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে । আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম মিলিয়ে ।
সংখ্যা টা সত্যিই বিশাল।
আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন কি ?
বর্তমানে যে করোনা ভাইরাস সংক্রমণ চলছে এই পরিস্থিতিতে ভারত সরকারের তৈরি এই অ্যাপ্লিকেশন আরোগ্য সেতু আপনাকে সুরক্ষিত থাকতে সাহায্য করবে ।
আরও জানুন : ভিডিও কল করতে পারবেন একসাথে 32 জনের সাথে, নতুন চমক নিয়ে আসছে গুগল ডুও !
অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি সহজেই বুঝতে পারবেন আপনি করোনা তে আক্রান্ত কিনা।
এছাড়াও আরও ইন্টারেস্টিং ফিচার রয়েছে এই অ্যাপ্লিকেশনে !
এন্ড্রয়েড ও iOS দুই প্লাটফর্মের জন্যই এই আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন । তাই আর দেরি কেন ? এখনই ডাউনলোড করুন আর ব্যবহার করতে থাকুন ।