ভারতের করোনাভাইরাস ট্রাকিং অ্যাপ্লিকেশন আরোগ্য সেতু করল এক নতুন বিশ্ব রেকর্ড !

মঙ্গলবার রাত্রে ভারতের করোনাভাইরাস ট্রাকিং অ্যাপ্লিকেশন আরোগ্য সেতু পৃথিবীর ইতিহাসে দ্রুতগতিতে 50 মিলিয়ন বা 5 কোটি ডাউনলোড হয়ে বিশ্বরেকর্ড করে ফেললো। 

আর অবিশ্বাস্য হলেও সত্যি যে মাত্র 13 দিনের মধ্যেই এই অসাধ্য সাধন করতে পেরেছে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ।

এর আগে পৃথিবীর সব থেকে তাড়াতাড়ি 50 মিলিয়ন ডাউনলোড মার্ক পার করা অ্যাপ্লিকেশন ছিল পোকেমন গো ।

পাঁচ কোটি ডাউনলোড সংখ্যা পার করতে এই পোকেমন গো অ্যাপ্লিকেশন সময় নিয়েছিল 19 দিন !

আর লঞ্চের মাত্র 13 দিনের মধ্যেই সেই পোকেমন গো কে হারিয়ে দিয়ে প্রথম স্থান দখল করে নিল ভারতের করোনাভাইরাস ট্রাকিং অ্যাপ্লিকেশন আরোগ্য সেতু

আরও জানুন : করোনাভাইরাস প্রতিরোধে এবার একসাথে কাজ করবে অ্যাপল ও গুগল !

এই বিষয়ে উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জনগণকে এই অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলেছিলেন। 

তার পর মাত্র এক দিনেই এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড বেড়ে যায় 11 মিলিয়ন ! 

যা এক কথায় অবিশ্বাস্য !

নিঃসন্দেহে ভারতের এই করোনা ভাইরাস ট্রাকিং অ্যাপ্লিকেশন সবাইকার কাছে প্রশংসা কুড়িয়ে নিয়েছে ।

এবং এই ভাইরাস ট্র্যাকিং এর ক্ষেত্রে নতুন পথ দেখিয়েছে বিশ্ববাসীকে !

আরোগ্য সেতু প্রশংসা পেয়েছে বিশ্বব্যাংকের কাছ থেকেও।