হোয়াটসঅ্যাপ শীঘ্রই নিয়ে আসছে এই নতুন ফিচার গুলি !

একথা অস্বীকার করা যায় না যে হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন আপডেট নিয়ে আসে।

আর এই আপডেট তাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনকে তাদের ইউজারদের কাছে আরো গ্রহণযোগ্য ও প্রয়োজনীয় করে তোলে ।

তেমনিই খুব শীঘ্রই চারটি নতুন ফিচার হোয়াটসঅ্যাপ এ আসছে ।

এক ঝলকে আমরা দেখে নেব কোন কোন ফিচার আসতে চলেছে হোয়াটসঅ্যাপে ।

হোয়াটসঅ্যাপ এর আপকামিং ফিচার গুলি হল নিম্নরূপ ।

চ্যাট ব্যাকআপ এর জন্য পাসওয়ার্ড প্রটেকশন ।

এতদিন পর্যন্ত চ্যাট ব্যাকআপ করতে গেলে কোনরকম পাসওয়ার্ড প্রোটেকশন ছাড়া গুগল ড্রাইভে সেই চ্যাট ব্যাকআপ করতে হতো । 

তবে এই ধারার পরিবর্তন হতে চলেছে মনে করা হচ্ছে ।

রিসেন্ট আপডেটের সাথে সাথে হোয়াটসঅ্যাপ এই ব্যাকআপ ফিচার পাসওয়ার্ড প্রটেক্টেড করে দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে।  

যা চ্যাট ব্যাকআপ এর সিকিউরিটি অনেকটাই বাড়িয়ে দেবে তা নিশ্চিত ভাবেই বলা যায়।

অটো ডিলিট মেসেজ ।

হোয়াটসঅ্যাপে প্রথমেই যে ফিচার টা আসতে চলেছে সেটা হল সেল্ফ ডেস্ট্রাক্ট মেসেজ ফিচার । 

অর্থাৎ এখানে আপনি মেসেজ পাঠানোর আগে নির্দিষ্ট সময় উল্লেখ করে নিতে পারবেন।

যার পর সেই মেসেজটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে।

 এই বিষয়ে অনেকদিন থেকেই আমরা শুনে আসছি ।

তবে আশা করে যাচ্ছে এবার খুব শীঘ্রই আসতে চলেছে এ আপডেট।

আরও জানুন : নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হল হোয়াটসঅ্যাপ !

অটো ডাউনলোড মিডিয়া সংক্রান্ত ফিচার । 

হোয়াটসঅ্যাপে নিঃসন্দেহে এটা একটা বড় সমস্যা আপনি যদি অটো ডাউনলোড অফ না করে রাখেন তাহলে ফোন মেমোরি খুব দ্রুতই ভর্তি হয়ে যায়।  

এ বিষয়ে পরিবর্তন নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ । 

মনে করা হচ্ছে অটো ডাউনলোড ফিচারের আরো নতুন কিছু অপশন যোগ হবে।

যার সাহায্যে আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন কি অটো ডাউনলোড হবে বা কি অটো ডাউনলোড হবে না। 

যা আপনার ফোনের মেমোরি বাঁচিয়ে দেবে অনেকটাই। 

ভেরিফাই ফরোয়ার্ডের মেসেজ ।

ফেক নিউজ আটকানোর জন্য হোয়াটসঅ্যাপ সবসময়ই নানান রকম ফিচার নিয়ে আসছে।

তারই মধ্যে এই ফিচারটি উল্লেখযোগ্য।

এর সাহায্যে এবার যে মেসেজ অত্যধিক রকমভাবে ফরোয়ার্ড হচ্ছে সেই মেসেজ এর পাশে সার্চ আইকন থাকবে ।

যার সাহায্যে আপনি ভালভাবে ভেরিফাই করে নিতে পারবেন সেই মেসেজ সঠিক কিনা। 

যার ফলে ফেক নিউজ অনেকটাই কমে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । 

এই ফিচার গুলোর মধ্যে কোন ফিচার টা সম্পর্কে আপনি বেশি এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান।