জিও,ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর!

আপনার মোবাইল প্রিপেইডের বৈধতা(ভ্যালিডিটি) শীঘ্রই শেষ ! আপনি কি চিন্তিত যে কি করে এই লকডাউনে রিচার্জ করতে যাবেন ?

না একদম চিন্তা করবেননা। ভারতের টেলিকম সংস্থাগুলো আপনাদের সুবিধার্থে নিয়ে এলো দুর্দান্ত এক খবর।

এখন স্বল্প আয়ের প্রি-পেইড প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলেও আগামী ৩ মে পর্যন্ত জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া গ্রাহকদের ইনকামিং কল বন্ধ হবে না।

এর ফলে উপকৃত হবেন অধিকাংশ গ্রাহক। এর আগে TRAI এর নির্দেশ মেনে ১৭ এপ্রিল পর্যন্ত সমস্ত প্রি-পেইড প্ল্যানের মেয়াদ বাড়িয়েছিল এই তিন সংস্থা।

আরও জানুন :  ভারতের করোনাভাইরাস ট্রাকিং অ্যাপ্লিকেশন আরোগ্য সেতু করল এক নতুন বিশ্ব রেকর্ড !

শুক্রবার ভারতী এয়ারটেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘যে সমস্ত গ্রাহকদের চলতি মোবাইল প্রি-পেইড প্ল্যানের মেয়াদ ফুরিয়ে গিয়েছে তাঁদের রিচার্জ করার নানা উপায় ছিল। ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ছাড়াও ATM, পোস্ট অফিস, মুদিখানার দোকান এবং ওষুদের দোকান থেকে তাঁরা নিজেদের মোবাইল রিচার্জ করতে পারতেন। তবুও প্রায় ৩ কোটি গ্রাহক বাকি রয়ে গিয়েছেন যাঁরা নিজেদের প্রি-পেইড মোবাইল অ্যাকাউন্ট রিচার্জ করতে পারেননি।’

লকডাউনের দিনে এটা অস্বাভাবিক কিছু নয়।

জিও গ্রাহকদের বর্তমানে প্ল্যানের বৈধতা শেষ হলেও পরিষেবা চালু থাকছে বলে জানিয়েছেন জিও গ্রুপ।

এ দিকে, চলতি লকডাউনের মধ্যে মোবাইল প্ল্যানের মেয়াদ শেষ হয়ে গেলেও তাদের কয়েক লক্ষ ফিচার ফোন ব্যবহারকারীর ইনকামিং কল পরিষেবা আপাতত বন্ধ হবে না বলে ভোডাফোন এবং আইডিয়া শুক্রবার ঘোষণা করেছে।

ভোডোফোন এবং আইডিয়া উভয়ের ক্ষেত্রেই বিনামূল্যে এই সুযোগ মিলবে। আগামী ৩ মে পর্যন্ত ইনকামিং কলের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে বলে তারা এক বিবৃতিতে জানিয়েছে