এবার ভারতের বাজারে শাওমি ক্রাউডফান্ডিং শুরু করলো অভিনব এক প্রোডাক্টের । এই প্রোডাক্টের নাম মি রোবট ভ্যাকুয়াম ক্লিনার !
অর্থাৎ ঘরের মেঝে পরিষ্কার করতে গিয়ে ঝামেলার সম্মুখীন হতে হবে না আর আপনাকে।
মি-র নতুন প্রোডাক্ট অটোমেটিক পরিষ্কার করে দেবে আপনার ঘরের মেঝে কে !
তার সাথে রয়েছে এরমধ্যে ইন্টারেস্টিং সব ফিচার।
একঝলকে দেখে নেব মি রোবট ভ্যাকুয়াম ক্লিনার এর সমস্ত ফিচার গুলিকে।
মি রোবট ভ্যাকুয়াম ক্লিনারে রয়েছে টাইমারের ব্যবস্থা । তাছাড়া আছে টু ইন ওয়ান সুইপিং ও মপিং ফাংশন !
যা নিশ্চিত করবে নিখুঁত ভাবে মেঝে পরিষ্কার।
এছাড়াও এটাকে আপনি অ্যাপের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন ।
শুধুমাত্র তাই নয় অটোমেটিক আপনার মেঝে পরিষ্কার করে যাবে এই অভিনব প্রোডাক্টটি আর তার সাথে রয়েছে অটোমেটিক রিচার্জ এর সুবিধা।
বারোটি অত্যাধুনিক সেন্সর রয়েছে এই রোবটের মধ্যে যা সুনিশ্চিত করবে ঝঞ্ঝাটহীন মেঝে ক্লিনিং !
কারণ সমস্ত কিছু সেট করে দিলেই রোবট নিজে থেকে আপনার আপনার মেঝেতে থাকা জিনিসপত্র সামলে পরিষ্কার করতে থাকবে ।
আরও জানুন : হোয়াটসঅ্যাপ শীঘ্রই নিয়ে আসছে এই নতুন ফিচার গুলি !
এছাড়াও মি রোবট ভ্যাকুয়াম ক্লিনার এর মধ্যে রয়েছে 2100Pa এর শক্তিশালী সাকশন এর সুবিধা এবং এর ব্যাটারি আছে 3200 mAh !
ভারতের বাজারে এর দাম রাখা হয়েছে 17 হাজার 999 টাকা !
আর প্রতি মাসে 2999 টাকা হিসাবে নো কস্ট ইএমআই শুরু হচ্ছে এই প্রোডাক্টের।
এখনো পর্যন্ত ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এর প্রিবুকিং শুরু হয়েছে mi.com এ !
প্রোডাক্ট ডেলিভারি শুরু হবে 15 সেপ্টেম্বর থেকে !