সারা পৃথিবী জুড়ে এখন করোনাভাইরাস আক্রান্ত সংখ্যা 17,77,515 জন এবং সংখ্যাটা প্রতিনিয়ত বেড়েই চলেছে । এই পরিস্থিতিতে এক ইতিহাসিক সিদ্ধান্ত নিল অ্যাপেল ও গুগল ।
এবার করোনাভাইরাস ট্রাক করতে এই বিশ্ব বিখ্যাত দুই টেক জায়ান্ট একসাথে কাজ করতে চলেছে ।
অ্যাপেল আর গুগল এবার এমন এক টেকনোলজি আনতে চলেছে তাদের স্মার্টফোনে, যেটা সেই ইউজারদের অ্যালার্ট করে দেবে যদি তারা কোন করনা ভাইরাস আক্রান্তের সংস্পর্শে আসে।
এ বিষয়ে তারা যাবতীয় কাজও শুরু করে দিয়েছে এবং মনে করা হচ্ছে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে প্রাথমিক ভাবে তৈরি হয়ে যাবে এই সুবিধা ।
অ্যাপল ও গুগল মিলে এই কাজটা করলে নিঃসন্দেহে সাদা পৃথিবীর মানুষ উপকৃত হবে।
তবে কীভাবে এই ফিচার কাজ করবে বা কবে আসছে এই ফিচার সে সম্পর্কে এখনই সঠিক ভাবে কিছু জানা যায়নি ।