এবার কাপলদের জন্য নতুন এক অ্যাপ্লিকেশন নিয়ে এলো ফেসবুক !

ডেটিং অ্যাপ্লিকেশন তো তারা আগে নিয়ে এসেছিল। এবার কাপলদের জন্য বিশেষ এক ধরনের নতুন অ্যাপ্লিকেশন নিয়ে এলো ফেসবুক। আর এর নাম রাখা হয়েছে টিউনড

বিশেষত এটি একটি স্ক্র্যাপবুক এর মতো কাজ করে। বা বলা যায় স্ক্র্যাপবুকের ডিজিটাল ভার্সনের মতো কাজ করে এটি।

আর এর ফিড শুধুমাত্র আপনি এবং আপনার প্রিয়জনই দেখতে পাবেন !

ফেসবুক এর এই নতুন অ্যাপ্লিকেশন এ আপনি নানারকম স্টিকার এড করতে পারবেন। প্রয়োজনে আপনার পছন্দের গান বা মিউজিকও শেয়ার করতে পারবেন। বা আপনার মুড অনুযায়ী নানান রকম ছবি দিতে পারবেন।

যা শুধুমাত্র দেখতে পারবেন আপনার পার্টনার ।

তবে এখনই অ্যান্ড্রয়েডের জন্য এই অ্যাপ্লিকেশন আনা হয়নি। আনা হয়েছে শুধুমাত্র আইওএস প্লাটফর্মের জন্যই। এখনও এই অ্যাপ্লিকেশন এক্সপেরিমেন্টাল পর্যায়েই রয়েছে।

আর এই অ্যাপ্লিকেশন শুধুমাত্র ইউএসএ ও কানাডার ইউজারদের জন্যই এসেছে।

অর্থাৎ ইউএসএ ও কানাডার আইওএস ইউজাররাই শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটি কে এই মুহূর্তে ব্যবহার করতে পারবেন ।

অ্যান্ড্রয়েডের জন্য বা পৃথিবীর অন্যান্য দেশের জন্য কবে এই অ্যাপ্লিকেশন আসছে সে সম্পর্কে এখনো নিশ্চিত ভাবে কিছু জানায়নি ফেসবুক।

তাই মনে করা হচ্ছে আমাদের এখনও কিছু দিন অপেক্ষা করতে হবে ফেসবুক এর এই নতুন অ্যাপ্লিকেশন টিকে ব্যবহার করার জন্য।