বিজ্ঞানীরা তৈরি করলেন একটি সুপার স্পিড সফট রোবট, চিতার বায়োমেকানিক্সের ভিত্তিতে !

উত্তর ক্যারোলিনা স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ডেভেলপ করলেন একটি সুপার স্পিডি সফট রোবট।

কেমন হবে এই নতুন সফট রোবট ?

এই রোবটটির স্পেশ্যালিটি হলো যে এটি শক্ত পৃষ্ঠের উপর দ্রুত মুভ করতে পারে এবং আলতো করে ভারী আইটেমগুলিও তুলতে পারে।

বিজ্ঞানীরা Leveraging Elastic instabilities for Amplified Performance (LEAP) পেপারে দাবি করেছেন চিতার বায়োমেকানিক্সের ভিত্তিতে তৈরি।

চিতার বায়োমেকানিক্সের ভিত্তিতে… (Image Credit : Jie Yin, NC State University)

এই রোবট আগের জেনারেশনের রোবট অপেক্ষা দ্রুত মুভ করবে।

প্রতিকূল পরিবেশে এই সফট রোবটগুলি মানুষের সঙ্গে সেফ ও আড্যাপ্টিভ ইন্টারঅ্যাকশন করে।

কিন্তু সফট মেশিনগুলি ধীর এবং চলাফেরার শক্তি কম।

চিতা হল ভূমির সবথেকে দ্রুত প্রাণী,বিজ্ঞানীরা চিতাকেই বেছে নিল এইসব রোবটের ডিজাইন তৈরি করার জন্য।

আরও জানুন : আরোগ্য সেতু করল নতুন এক রেকর্ড, জেনে নিন বিস্তারিত !

Jie Yin, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মেকানিকাল এন্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং , নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি বলেছেন, চিতারা তাদের মেরুদণ্ডের নমনীয়তা থেকে তাদের গতি এবং শক্তি অর্জন করে।

নতুন রোবটের থাকবে “বাইস্টেবেল” স্পিন,এর অর্থ যে রোবটের দুটি স্থিতিশীল অবস্থা রয়েছে।

এই রোবট সাত সেন্টিমিটার লম্বা হবে এবং এর 45 গ্রাম ওজন হবে। এর স্পিড হবে 2.7 বডি লেনথস পার সেকেন্ড।