ইনস্টাগ্রাম iOS ইউজারদের জন্য আনলো এক নতুন আপডেট যাতে অ্যাড হল নতুন দুই ফিচার।
এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে ইউজারদের কাছে আরও গ্রহনযোগ্য করে তোলার জন্যই এই নতুন আপডেট।
কি কি নতুন ফিচার এলো ?
আপনাকে কমেন্ট, ক্যাপশন বা স্টোরিতে কে ট্যাগ করতে বা মেনশন করতে পারবে সেই নিয়ন্ত্রণের ক্ষমতা এবার পাবেন ইউসার নিজেই।
এর আগে ইউজারদের যেকোনো ইউসার তাদের কমেন্ট, ক্যাপশন বা স্টোরিতে ট্যাগ করতে পারতো যা অনেকের কাছে খুবই বিরক্তিকর।
পাশাপাশি আপনি আপনার পোস্টের বিপুল পরিমাণ কমেন্ট ডিলিট করতেও পারবেন।
আগে কেবলমাত্র একটি কমেন্ট ডিলিট করা যেত।
তর্জন, নেগেটিভ ইন্টারেকশন কমাতেই এই ফিচার।
এই ফিচারের অধীন আপনি একসঙ্গে 25 টা কমেন্ট ডিলিট করতে পারবেন।
এছাড়া কোন অ্যাকাউন্ট ব্লক করা, রেস্ট্রিক্ট করা এই সকল ফিচারগুলো সম্বন্ধেও বেশ কিছু নতুন জিনিস পাবেন আপনি।
আরও জানুন : রিয়েলমি স্মার্ট টিভি এবং স্মার্টওয়াচ মে মাসের শেষের দিকে লঞ্চ হবে ?
ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম ফিফ্থ এডিশন অব কমিউনিটি স্ট্যান্ডার্ডস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশের সাথে জানিয়েছে এই ফিচারটি “ফাইট ফর অনলাইন বুলয়িং” নামে পরিচিত।
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ আরো জানিয়েছে তারা পরবর্তীকালে আরো অনেক নতুন ফিচার আনতে চলেছে।
পরবর্তী ফিচারগুলোর সর্বদা লক্ষ্য থাকবে যে অনলাইন নেগেটিভ ইন্টারেকশন কিভাবে কমানো যায়।