লক ডাউন এর জন্য এখন সব থেকে বেশি ডিমান্ড ভিডিও কলিং অ্যাপ্লিকেশনগুলোর। সবাই ঘরে বসে প্রিয়জনের সাথে যোগাযোগ করতে বা নিজেদের প্রয়োজন মেটাতে এই ভিডিও কলিং অ্যাপ্লিকেশন গুলো অত্যধিক রকম ভাবে ব্যবহার করছেন।
আর তাই এই অ্যাপ্লিকেশনগুলোও চেষ্টা করছে তাদের অ্যাপ্লিকেশন কে আরো উন্নত করে তুলতে । তেমনই এবার নতুন আপডেট নিয়ে এলো গুগল ডুও !
গুগল ডুও তে ভিডিও কল করুন একসাথে 32 জনের সাথে !
গুগল ডুও সম্পর্কে এখন সবাই পরিচিত । গুগল ডুও হল গুগলের একটি ভিডিও কলিং অ্যাপ্লিকেশন । এতদিন পর্যন্ত এর সাহায্যে একসাথে 12 জনের সাথে ভিডিও কল করা সম্ভব হত। কিন্তু এবার দ্রুত পরিবর্তন ঘটতে চলেছে সেই ব্যবস্থার ।
গুগোল ডুও তে এবার একসাথে আপনি 32 জনের সাথে ভিডিও কল করতে পারবেন ।
যা সাংঘাতিক রকম ভাবে সুবিধাজনক হবে এই পরিস্থিতিতে । এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং ফিচার যোগ হতে চলেছে এটাতে।
নতুন AR ইফেক্টস লঞ্চ হচ্ছে গুগল ডুও তে !
মনে করা হচ্ছে গুগল ডুও এবার তাদের অ্যাপ্লিকেশনে এড করতে চলেছে নতুন AR ইফেক্ট ।
অনেকদিন ধরেই এই বিষয়ে শোনা যাচ্ছিল। অবশেষে এটা হতে চলেছে বলেই মনে করা হচ্ছে । এর সাহায্যে ভিডিও কলিং এ থাকা ব্যক্তিদের ফেসিয়াল এক্সপ্রেশন সহজেই ব্যবহার করতে পারবে গুগল ডুও।
এবং আরও বেশি সুবিধাজনক ও ইন্টারেস্টিং করে তুলবে তাদের ভিডিও কলিং কে ।
আরও জানুন : ভারতীয় রেল তৈরি করলো রোবট, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই হবে জোরদার !
এর আগেও দেখেছিলাম আমরা জুম ভিডিও কলিং অ্যাপ্লিকেশনের রমরমা সম্পর্কে ।
এরপরে ফেসবুক দ্রুত নানান ধরনের আপডেট নিয়ে আসে তাদের ভিডিও কলিং ফিচারগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে।
আর এবার গুগল ডুও চলে এলো কম্পিটিশনের দৌড়ে। নিঃসন্দেহে ইউজারদের জন্য এটা দারুন সুবিধাজনক হবে।
শীঘ্রই এই ফিচার গুলি রোল আউট করা শুরু করে দেওয়া হবে।