ভারতে লঞ্চ হল ভিভো V19, দেখে নিন কি কি নতুন স্পেসিফিকেশন থাকছে !

ভিভো V19 লঞ্চ হওয়ার কথা ছিল মার্চ মাসে কিন্তু 25শে মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের কারণে লঞ্চ পিছিয়ে গিয়েছিল।

গত মাসে এই ফোনটিকে গ্লোবাল রিলিজ করা হয়। অবশেষে ভারতে লঞ্চ হল ভিভো V19।

ভিভো V19 এ কি কি স্পেসিফিকেশনস থাকছে ?

ক্যানেক্টিভি: ডুয়াল ন্যানো সিম(4G VOLTE)।

Bluetooth v5.0, USB Type-C, GPS, OTG, 2.4GHz and 5GHz dual-band Wi-Fi ।

স্ক্রিন: সিক্সথ জেনারেশন কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনসহ 6.44-ইঞ্চি ফুল-এইচডি+ (1080×2400 পিক্সেলস) সুপার অ্যামোলেড হোল-পাঞ্চ ডিসপ্লে।

ব্যাক ক্যামেরা: থাকছে লেফট কর্নারে L সেপড ম্যানার ডিসাইনসহ কোয়াড ক্যামেরা সেট-আপ। প্রাইমারি 48-মেগাপিক্সেল ক্যামেরা + 8-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল ক্যামেরা।

সুপার নাইট মোড, আলট্রা-স্টেবেল ভিডিও, আর্ট পোর্ট্রেট ভিডিও, সুপার ম্যাক্রো আর বোকে পোর্ট্রেট ফিচারস থাকছে।

ফ্রন্ট ক্যামেরা: 32 মেগাপিক্সেল+ সেকেন্ডারি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Super night selfie, super wide-angle selfie, ultra-stable video এর মতো অভিনব ফিচারস পাবেন ফ্রন্ট ক্যামেরায়।

প্রসেসর: Snapdragon 712 প্রসেসর।

RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট: 8GB RAM আর 256GB স্টোরেজ (এক্সপ্যান্ডডেবল)।

দাম: 31,990 টাকা।

আরও জানুন : ভিডিও কল করতে পারবেন একসাথে 32 জনের সাথে, নতুন চমক নিয়ে আসছে গুগল ডুও !

অপারেটিং সিস্টেম: ফানটাচ OS বেসড Android 10।

ব্যাটারি ক্যাপাসিটি: 33W ফ্ল্যাশ চারজিং 2.0 সাপোর্টসহ 4,500mAh ব্যাটারি।

সেন্সর: ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর,একসেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, এ-কম্পাস, এন্ড জায়রোস্কোপ।

কালার ভ্যারিয়েন্ট: Piano Black ও Mystic Silver।

কি কি লঞ্চ অফার পাবেন এই ফোনে ?

HDFC ও ICICI ক্রেডিট কার্ডে কিনলে পাবেন 10 শতাংশ ক্যাশব্যাক । আছে 12 মাসের নো-কস্ট EMI অপশন।