কোভিড-19 অতিমারির সময় ভারতীয় রেল সর্বদা দেখিয়ে দিচ্ছে যে তারা এই যুদ্ধে কতটা সক্রিয় ভূমিকা পালন করছে।
আর আগেই রেলের কোম্পার্টমেন্টের মধ্যেই তারা তৈরি করেছেন কোয়ারান্টিন সেন্টার যা এক অভিনব উদ্যোগ।
শুধু তাই নয় পিপিই, স্যানিটাইজার, মাস্ক, অক্সিজেন সিলিন্ডারবাহী ট্রলি তৈরি করে করোনা মোকাবিলা শুরু করেছে।
এবার এক স্বয়ংক্রিয় রোবট তৈরি করে ফেললো ভারতীয় রেল।
কি আশ্চর্য সেই রোবট, রোগীর শুশ্রূষা করা,ওষুধ থেকে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি রোগী ও ডাক্তারের মধ্যে কমিউনিকেশন করছে সেটি।
শোলাপুর রেলের মেকানিক্যাল বিভাগের প্রচেষ্টায় এই অসম্ভবকে সম্ভব করলো ভারতীয় রেল।
আরও জানুন : রিয়েলমির এই স্মার্টফোনে থাকবে 60X জুম ! থাকছে আরও ইন্টারেস্টিং ফিচার !
দু’দিন আগে শোলাপুর রেল হাসপাতালে কাজ শুরুও করে দিলো এই রোবট এবং সফলভাবে কাজ করলো।
এরপরে, শোলাপুর সিভিল হাসপাতালেও এরম রোবট রাখার কথা ভাবছেন বিশেষজ্ঞরা।
এটি অপারেট করা খুবই সোজা, আপনার হাতের ওই স্মার্টফোনটি দিয়ে ওটা অপারেট হবে!
এটি এক অনন্যসাধারণ উদ্যোগ কারণ এর ফলে কর্মীদের সংক্রমনের সম্ভাবনা বহুগুন কমে যাবে।
শোলাপুরের ডিআরএম এস গুপ্তার মাথায় প্রথম আসে এই রোবট তৈরির বুদ্ধিটা। এই রোবট 50,000 টাকার মধ্যে উৎপাদন সম্ভব।
সকল ভারতবাসী রেলের এই উদ্যোগকে কুর্নিশ জানায়।