এক রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি স্মার্ট টিভি এবং স্মার্টওয়াচ মে মাসের শেষের দিকে লঞ্চ হবে।
যদিও রিয়েলমি কর্তৃক বলা হয়েছে যে তাদের প্ল্যানিং আছে ঠিকই স্মার্টওয়াচ এবং স্মার্ট টিভি লঞ্চ করার কিন্তু এখনো কোন কনফার্ম ডেট তারা জানাতে পারবে না।
একবার যদি রিয়েলমি স্মর্ট টিভি লঞ্চ হয় তাহলে ওয়ানপ্লাস এবং শাওমি স্মার্ট টিভির সঙ্গে টেক্কা দিতে পারবে।
যতদূর জানা যাচ্ছে রিয়েলমি স্মার্ট টিভি এবং স্মার্ট ওয়াচ তৈরির শেষ পর্যায়ে আছে।
অর্থাৎ লকডাউন ওঠার সঙ্গে সঙ্গেই তারা ওই প্রোডাক্টগুলি লঞ্চ করবে।
আরও জানুন : ভারতীয় রেল তৈরি করলো রোবট, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই হবে জোরদার !
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাধব শেঠ ইতিমধ্যে বহুবার এটি নিশ্চিত করেছেন এবং ঘোষণা করেছেন যে 2020 এর দ্বিতীয় কোয়ার্টারে রিয়েলমি টিভি ভারতে চালু হবে।
রিয়েলমি স্মার্টফোন লঞ্চ করার সাথে যেমন বাজারে তাদের অন্য কোম্পানির সঙ্গে কমপিটিশন শুরু হয়েছিল, এখন মার্কেটের একটা বড় অংশ রিয়েলমির।
আশা করা যায় টিভি লঞ্চ সঙ্গে সেই একই কম্পিটিশন শুরু হবে।
এক সংস্থা বলেছে ফার্স্ট টিভির মডেল নাম্বার হবে JSC55LSQLED ।(55-ইঞ্চির QLED ডিসপ্লে আর একটি 43-ইঞ্চির ডিসপ্লে)
দাম হবে মোটামুটি 30,000 টাকা।