এবার আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন এর সাথে কানেক্ট করার জন্য স্মার্ট ব্যান্ড আনছে ইন্ডিয়ান গভর্মেন্ট !

মাত্র কিছুদিন আগেই আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন লঞ্চ করেছিল ইন্ডিয়ান গভর্মেন্ট। 

আর এই অ্যাপ্লিকেশনের মধ্যে ইন্টারেস্টিং সব ফিচার ছিল করোনাভাইরাস ট্র্যাক করার জন্য ।

এমনকি আপনি আপনার লোকেশন অন করেও দেখতে পারতেন আপনি সেফ জন্যে রয়েছেন কি না ।

এ বিষয়ে বিস্তারিত ভাবে আমরা জানিয়েছিলাম আগেই ।

এবার ইন্ডিয়ান গভর্মেন্ট স্মার্ট ব্যান্ড আনতে চলেছে । 

আরও জানুন : করোনাভাইরাস প্রতিরোধে এবার একসাথে কাজ করবে অ্যাপল ও গুগল !

যেটাকে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন এর সাহায্যে কানেক্ট করে আরও গুরুত্বপূর্ণ নানা তথ্য পাওয়া যাবে !

এই ব্যান্ডগুলো সাহায্যে মেডিক্যাল সার্ভেইলেন্স থাকা কোন করোনা ভাইরাসে আক্রান্ত পেশেন্ট থেকে শুরু করে, হোম কোয়ারেন্টাইনে থাকা যেকোন ব্যক্তিকে ট্র্যাক করা যাবে । এই ব্যান্ড তাদের হাতে পরিয়ে দিয়ে ।

শুধুমাত্র তাই নয় এই ব্যান্ড পরিহিত কেউ যদি তার নির্দিষ্ট এরিয়ার বাইরে চলে যান। তাহলে সঙ্গে সঙ্গে অথোরিটির কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং তাকে লোকেট করাও সহজ হবে।

এমনকি এর সাহায্য নেই মেডিক্যাল প্রফেশনালরা রিমোট মনিটরিং এর সাহায্যে পেশেন্টদের গায়ের তাপমাত্রা পর্যবেক্ষণে রাখতে পারবেন। 

ইতিমধ্যেই এই প্লান বাস্তবায়িত করতে নানান স্টার্ট আপ এর সাথে এই বিষয়ে কথা বলা শুরু করে দিয়েছে ইন্ডিয়ান গভর্মেন্ট ! 

আরোগ্যসেতু অ্যাপ্লিকেশন এর সাথে এই স্মার্ট ব্যান্ড ভারতের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই কে আরও শক্তিশালী করে তুলবে বলে সবাই আশাবাদী ।