করোনা ভাইরাসের জন্য এখন বিশ্বের অনেক দেশ সম্পূর্ণ লকডাউন এর পথ অবলম্বন করেছে ।
যার জন্য সবাই এখন ঘরে বন্দি।
এই পরিস্থিতির সময় কাটানোর জন্য ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম গুলোর এখন চাহিদা অত্যন্ত বেশি ।
শুধুমাত্র এই জন্যই নেটফ্লিক্সে এই সময়ে 15.8 মিলিয়ন নতুন সাবস্ক্রাইবার যোগ হয়েছে।
যা স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ।
আরও জানুন : গুগল আর্থ ডে এর ৫০ তম বার্ষিকী উদযাপন করছে একটি সুন্দর ডুডলের (Doodle) মাধ্যমে।
আপনি কি নেটফ্লিক্স ব্যবহার করেন ?
যদি না ব্যবহার করে থাকেন, তো জয়েন করুন এখনই।
অনেক মুভি থেকে শুরু করে অরিজিনাল কনটেন্ট দেখতে পাবেন নেটফলিক্সের মধ্যে ।
তাও আবার প্রথম এক মাস সম্পূর্ণ বিনামূল্যে ।
তাহলে আর দেরি কেন ? এখুনি জয়েন করুন । আর আনন্দ উপভোগ করুন !