ভারত সরকারের করোনা ভাইরাস ট্রাকিং অ্যাপ্লিকেশন, আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনকে সমস্ত ডেলিভারি পার্টনারদের স্মার্টফোনে ইন্সটল করা বাধ্যতামূলক করলো জোমাটো ।
করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে ।
আবার এই পরিস্থিতিতে ফুড ডেলিভারি এর গুরুত্ব অপরিসীম ।
সেই সমস্ত কিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে জোমাটো ।
তারা এবার নিশ্চিত করছে ডেলিভারি পার্টনারের স্মার্টফোনে ব্যাকগ্রাউন্ডে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন চলছে ।
চললে তবেই তার জোমাটো ডেলিভারি অ্যাপ কাজ করবে ।
অর্থাৎ স্মার্টফোনে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশন ইনস্টল না থাকলে, কোনমতেই ডেলিভারিতে অংশগ্রহণ করতে পারবেন না সেই ডেলিভারি পার্টনার ।
এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে জোমাটো ।
তারা বলছে এর ফলে তাদের কোন ডেলিভারি পার্টনার কোনো করোনা সংক্রামক এর সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে সেটা বুঝে নেওয়া যাবে।
তাকে ট্র্যাক করে ফেলা যাবে ।
এবং সবার সেফটি নিশ্চিত করা সম্ভব হবে।