ইউটিউব হোস্ট করতে চলেছে বিশ্বের বৃহত্তম ফিল্ম ফেস্টিভ্যাল ! ফ্রিতে মুভি দেখুন !

অনেক বড় বড় বেশ কিছু কালচারাল এবং স্পোর্টিং ইভেন্ট করোনাভাইরাসের প্রকোপে ক্যান্সেল হয়ে গেছে।

মূলত এই কারণেই, 20 টি পার্টনারের সঙ্গে কোলাব করেছে ইউটিউব।

ইউটিউব দশদিনব্যাপী স্ট্রিমিং ইভেন্টের মাধ্যমে হোস্ট করতে চলেছে বিশ্বের বৃহত্তম ফিল্ম ফেস্টিভ্যাল।

ফেস্টিভ্যালটির নাম ‘We are One: A Global Film Festival’।

ইউটিউবের পার্টনার গুলির মধ্যে অন্যতম হলো Cannes Film Festival, Toronto International Film Festival, Sundance Film Festival, Berlin International Film Festival, Venice Film Festival, Tribeca Film Festival and Venice Film Festival,Mumbai Film Festival, organised by the Mumbai Academy of Moving Image (MAMI) ।

দশদিনব্যাপী স্ট্রিমিং ইভেন্টটি চলবে 27 শে মে থেকে 7ই জুন অবধি।

সকল মানুষ এই ইভেন্টে কোন অতিরিক্ত ব্যয় ছাড়া ইউটিউবে দেখতে পারে।

তবে কেউ ডোনেশন দিলে ইউটিউব সেটি গ্রহণ করবে এবং সেটি কোভিড-19 খাতে প্রদান করবে

Jane Rosenthal,Tribeca ফিল্ম ফেস্টিভ্যালের কো-ফউন্ডার বলেছেন যে মানুষের মন থেকে এই গৃহবন্দী অবস্থার দুঃখ দূর করতেই এই ফেস্টিভ্যাল করা।

এই ইউটিউব ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে বিস্তারিত টুইট করে জানান সুন্দর পিচাই ও !

মে মাসে ফ্রান্সে যে Cannes film festival অনুষ্ঠিত হবার কথা ছিল তাও ক্যান্সেল হয়ে যায়।Venice ও Toronto এর সেপ্টেম্বরের ফিল্ম ফেস্টিভ্যালও অনিশ্চিত।

আরও জানুন : এবার আপনার অংক করে দেবে গুগল ! শীঘ্রই আসছে দারুন ফিচার ! বিস্তারিত জেনে নিন এখানে !

তাই ইউটিউবের এই প্রচেষ্টা করে যাতে ফিল্ম, ডকুমেন্টরি, মিউজিক, কমেডি এগুলো দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায়।