গুগল লেন্স এর মধ্যে অনেক ফিচার রয়েছে খুব কাজের ! আমাদের অনেক সুবিধা দেয় এই ফিচারগুলো ।
এবার এই ফিচারগুলো সাথেই আরেকটা নতুন অসাধারণ ফিচার যোগ করতে চলেছে গুগল লেন্স !
9to5গুগোলের তথ্য অনুযায়ী এবার গুগলের লেন্সে আসতে চলেছে ম্যাথ সলভ মোড !
অর্থাৎ আপনি কোন অংকের ছবি তুলে সেই অংকের সলিউশন বার করে ফেলতে পারবেন ! আপনাকে অংক করতেও সাহায্য করবে গুগল ।
আরও জানুন : আবার বিনামূল্যে ইন্টারনেট দেওয়া শুরু করলো জিও ! জেনেনিন বিস্তারিত !
মাত্র কিছুদিন আগে গুগল একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিকে একুয়ার করেছিল।
এই আপডেট ছিল শুধু মাত্র সময়ের অপেক্ষা ।
এবার সবার সুবিধার্থে কবে গুগল লেন্স এই আপডেট রোল আউট করে তা দেখার অপেক্ষায় থাকবো আমরা ।