ইউটিউবে (YouTube) আমরা প্রত্যেকদিন ভিডিও দেখি। কিন্তু এতদিন পর্যন্ত একই ভিডিও যদি আমরা বার বার দেখতে চাইতাম তাহলে সেই ভিডিও কে পুনরায় প্লে (Play) করতে হতো আমাদেরকে। ভিডিও রিপিট হওয়ার কোনো রকম ব্যবস্থা এতদিন পর্যন্ত YouTube App-এর মধ্যে ছিল না। এবার সেই ব্যবস্থার পরিবর্তন হয়ে গেল।
আপনি যদি চান ইউটিউবে একই ভিডিও বারবার দেখতে বা একই গান বারবার শুনতে। তাহলে এই নতুন ফিচারের সাহায্যে আপনি এই কাজটি খুব সহজেই করতে পারবেন।
কিভাবে ইউটিউবে একই ভিডিও বারবার চলবে?
এর জন্য ইউটিউবে একটা নতুন ফিচার ইন্ট্রোডিউস করেছে। যাকে বলা হচ্ছে লুপ (Loop)। এই ফিচার অন করার জন্য প্রথমে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশন (YouTube Application) টিকে লেটেস্ট ভার্সনে আপডেট (Update) করে নিন। তারপরে অ্যাপ্লিকেশনটি ওপেন (Open) করে নিন।
ওপেন করে নেওয়ার পর যে ভিডিওটা আপনি বারবার দেখতে চাইছেন বা যে গানটা আপনি বারবার দেখতে চাইছেন সেই গানটা প্লে (Play) করে দিন। তারপর ভিডিও স্ক্রিনের উপর ট্যাপ করুন। দেখুন উপরের তিনটে ডট মেনু রয়েছে যাকে থ্রি ডটস মেনু (Three Dots Menu) বলা হয়। তার উপর ট্যাপ করুন। ট্যাপ করলে একটা মেনু খুলে যাবে। সেই মেনুর মধ্যেই আপনি দেখতে পাবেন লুপ (Loop) অপশন।
এই লুপ অপশনটিতে ক্লিক করে দিলেই হবে। তাহলেই সেই নির্দিষ্ট ভিডিওটা বারবার অটোমেটিক প্লে (Auto Play) হতে থাকবে। একবার শেষ হয়ে গেলেও পরবর্তী ভিডিও অটো প্লে হয়ে যাবে না।
নিঃসন্দেহে এটা দারুণ একটি সুবিধাজনক ফিচার। এতদিন পর্যন্ত এই ফিচার ছিল না। এবার এই ফিচারকে ইন্ট্রোডিউস করেছে ইউটিউব। আপনি যদি একই গান ইউটিউবে বার বার শুনতে চান। বা একই গানের ভিডিও ইউটিউবে বারবার দেখতে চান, তাহলে এই ফিচারটি আপনার দারুণ কাজে দেবে।