POCO F3 GT স্পেসিফিকেশন্স, Flipkart মাইক্রোসাইট থেকে, দাম এবং লঞ্চ ডেট

POCO F3 GT ShresthoTech

POCO F3 GT ভারতের বাজারে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। মাত্র কয়েকদিন পরই 23 জুলাই দুপুর 12 টায় লঞ্চ করা হবে এই বহুপ্রতীক্ষিত স্মার্টফোনটি। ইতিমধ্যে ফ্লিপকার্টে এই স্মার্টফোনের জন্য মাইক্রোসাইট তৈরী হয়ে গেছে।

চলুন জেনে নেওয়া যাক সেই অফিশিয়াল পেজ থেকে আমরা এখনও পর্যন্ত এই স্মার্টফোনের অফিশিয়াল স্পেসিফিকেশনস সম্পর্কে কি কি জানতে পারছি। বহুদিন পর POCO F3 GT লঞ্চ হতে চলেছে এবং এটা একটি দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে সেটা আমরা এখন থেকেই বুঝতে পারছি। 

POCO F3 GT স্পেসিফিকেশন্স

ফ্লিপকার্ট এর মাইক্রো সাইট অনুযায়ী এই স্মার্টফোনটি তৈরি হবে অ্যালুমিনিয়াম আলয় দিয়ে। স্মার্টফোনটি মাত্র 8.3 mm থিন। এই ডিজাইন টাও খুবই সিম্পল অথচ প্রিমিয়াম রাখা হয়েছে বলে ক্লেইম করছে পোকো। এখনো পর্যন্ত একটি কালার ভেরিয়েন্টই দেখা গেছে এই স্মার্টফোনটি। যেটা গানমেটাল সিলভার বলা হচ্ছে পোকোর পক্ষ থেকে। এখানে মেটালিক সিলভার এবং তার সাথে ব্লুইজ গ্রে এর মিশ্রন দেখতে পাচ্ছি আমরা। 

ডিসপ্লের কথা বলতে গেলে পোকো জানাচ্ছে এর মধ্যে পাওয়া যাবে এমোলেড ডিসপ্লে। এবং এর রিফ্রেস রেট হবে 120Hz এর। পাওয়া যাবে HDR10+ সাপোর্ট। থাকবে ডলবি এটমস এর সুবিধা। Hi-Res Audio ও Hi-Res Audio Wireless সার্টিফাইড এটি। প্রসেসর হিসেবে এর মধ্যে ব্যবহার করা হবে MediaTek-এর Dimensity 1200। যেটা একটি 5G রেডি প্রসেসর। 

জানেন কি : YouTube-এ একই ভিডিও বার বার দেখতে চান? এই ফিচারটি দারুন কাজে দেবে, এখুনি জেনেনিন

ক্যামেরার কথা বলতে এরমধ্যে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। ব্যবহার করা হয়েছে 64MP প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স। ক্লিয়ার এবং ক্রিস্পি ইমেজের জন্য ব্যবহার করা হয়েছে ED Optical Hybrid-Glass Lens। যেটা ক্যামেরার এক্সপেরিয়েন্সকে আরো বুস্ট করবে বলে ক্লেম করছে পোকো। ব্যাটারি ব্যাপারে জানা যাচ্ছে এর মধ্যে থাকবে 5065mAh এর ব্যাটারি। স্মার্ট চার্জিং এর সুবিধা পাওয়া যাবে। Type-C চার্জিং পোর্ট ও 3.5mm হেডফোন জ্যাক থাকছে। 

সমস্ত কিছু মিলিয়ে পোকোর নতুন স্মার্টফোন নিয়ে সকলেই এক্সাইটেড। এর মধ্যে গেমিং করতে পারবেন আপনি দারুন ভাবে। আর এর দাম থাকবে 30,000 টাকার মধ্যেই।