প্রত্যেক টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যান ভিন্ন ভিন্ন। আজকের আর্টিকেল আমরা জেনে নেব Airtel 598 প্ল্যান এবং Jio 598 প্রিপেইড রিচার্জ প্ল্যান এর বিবরণ। সাথে জেনে নেবো কোন প্রিপেইড প্ল্যানটিতে পাওয়া যাবে বেশি সুবিধা। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে। প্রথমে আমরা জেনে নেব Airtel 598 টাকার প্রিপেইড প্ল্যানের বেনিফিট সম্পর্কে।
Airtel 598 টাকার প্রিপেইড প্ল্যানের বেনিফিট
Airtel সংস্থার এই 598 টাকার প্রিপেইড প্ল্যানের কল বেনিফিটের কথা বলতে গেলে এটিতে আপনি পেয়ে যাবেন Unlimited Calls। একই সাথে আপনি পাবেন প্রতিদিন 1.5 GB করে ডেটা ব্যবহারের সুবিধা। প্রত্যেক দিনের জন্য পাবেন 100 টি করে SMS ব্যবহারের সুবিধাও। এছাড়াও এই প্ল্যানটি আপনি এক্টিভেট করলে এক বছর অনলাইনে Upskill with Shaw Academy-র বিভিন্ন কোর্স করে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
জেনেনিন : Tesla-র CyberTruck-এ থাকবেনা দরজার হ্যান্ডেল, তাহলে কিভাবে খুলবে দরজা? উত্তর দিলেন ইলন মাস্ক নিজেই
এখানেই শেষ নয় আরও থাকছে 400+ Live TV Channels, Unlimited Movies, TV Shows উপভোগ করার সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে। এরই পাশাপাশি Wynk Music, Free Hellotunes সুবিধা উপলব্ধ রয়েছে। অন্যদিকে FASTag এর ক্ষেত্রে 100 টাকা Cashback পেয়ে যাবেন। এই প্ল্যানটির বৈধতা 84 দিন। এবার আমরা জেনে নেব Jio 598 প্ল্যানের বেনিফিট সম্পর্কে।
Reliance Jio 598 টাকার প্রিপেইড প্ল্যানের বেনিফিট
Jio সংস্থার তরফ থেকে এই প্ল্যান এর মধ্যে থাকছে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। একইসঙ্গে আপনি পেয়ে যাবেন 112 GB Data অর্থাৎ প্রতিদিন 2 GB ডেটা ব্যবহারের সুবিধা। অতিরিক্ত ভাবে প্ল্যানস এর মধ্যে রয়েছে প্রতিদিনের জন্য 100 টি SMS ব্যবহারের সুবিধা।
এছাড়াও পেয়ে যাবেন Disney+ Hotstar ফ্রি সাবস্ক্রিপশন পুরো এক বছরের জন্য। একই সঙ্গে রয়েছে Jio TV, Jio News, Jio Cinema ইত্যাদি জিও Apps গুলি সম্পূর্ণ বিনামূল্যে উপভোগের সুবিধাও। সংস্থার তরফ থেকে প্ল্যানটির বৈধতা রাখা হয়েছে 56 দিন।
যদি আপনি অতিরিক্ত ইন্টারনেট ব্রাউজিং করেন তবে জিওর এই প্ল্যানটি আপনার জন্য দারুন হবে। এক্ষেত্রে আপনি প্রতিদিন 2GB ডেটা ব্যবহারের সুবিধা পাচ্ছেন। সেখানেই আবার একই খরচে Airtel আপনাকে দিচ্ছে প্রতিদিনের জন্য 1.5 GB ইন্টারনেট ব্যবহারের সুবিধা।
অপরদিকে Reliance Jio-র থেকে Airtel এর এই প্ল্যানের বৈধতা অনেক বেশি। এরই পাশাপাশি Airtel Plan-এর মধ্যে আপনি পেয়ে যাবেন অনলাইন কোর্স এর সুবিধা ও Amazon Prime Free Trial। যেখানে জিওর তরফ থেকে এমন কোন সুবিধা উপলব্ধ রাখা হয়নি।