একটা চার্জারেই হবে Smartphone, Tablet, Laptop ইত্যাদি সমস্ত ডিভাইস চার্জ, Xiaomi নিয়ে আসছে 67W এর ফাস্ট চার্জার

Xiaomi 67W Charger ShresthoTech

এতদিন পর্যন্ত স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদি যত ডিভাইস ক্যারি করতাম, প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা চার্জারও নিয়ে যেতে হতো। যার ফলে সমস্যায় পড়তে হতো আমাদের সকলকে। এই সমস্যা সমাধানে এবার শাওমি নিয়ে আসতে চলেছে 67W একটি চার্জার। আর একটা চার্জার থেকেই স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ সমস্ত কিছুকেই চার্জ দেওয়া যাবে। এই চারজিং লিস্ট থেকে বাদ যাবেনা হেডফোন, মি ব্যান্ডস, অনান্য টাইপ সি সাপোর্টেড ডিভাইসও। 

আজই এই বিষয়ে জানিয়েছে শাওমি। সামনে এসেছে এই কিছু ফিচার্সও। ইতিমধ্যেই শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে একটি মাইক্রো সাইটও প্রস্তুত হয়ে গেছে। যেখান থেকে আমরা জানতে পারছি এই ডিভাইস টি লঞ্চ হতে চলেছে জুলাই মাসের 12 তারিখে। সেই মাইক্রো সাইট থেকে জানা যাচ্ছে যে এই চার্জারে পাওয়া যাবে ব্লেজিং ফাস্ট আউটপুট।

জানেন কি : ভারতে Huawei লঞ্চ করেদিল তাদের Huawei Band 6, রয়েছে চোখ ধাঁধানো স্পেসিফিকেশনস

এমনকি ডিজাইন সম্পর্কেও কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে। বলা হয়েছে ডিজাইন হবে ছোট ও কম্প্যাক্ট। থাকবে কোয়ালকম কুইক চার্জ 3.0 সাপোর্ট। থাকছে বিল্ট ইন সার্য প্রটেকশন এর সুবিধাও। যেটি BIS সার্টিফাইড। বক্স এর মধ্যেই আমরা পেয়ে যাব সুপারফাস্ট Type-C চার্জিং ক্যাবল।

চার্জিং এর জগতে শাওমি একের পর এক চমক আমাদের আগেই দিয়েছে। আগে আমরা দেখেছিলাম মি এয়ার চার্জিং সম্পর্কে। আর এবার এই সুন্দর চার্জারটি আসতে চলেছে ভারতে। তবে এই প্রোডাক্টটি কেমন হতে চলেছে সেটা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে আর মাত্র কয়েকটা দিন। এর দাম কেমন হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো উল্লেখ পাওয়া যায়নি শাওমির তরফ থেকে।