ভারতে Huawei লঞ্চ করেদিল তাদের Huawei Band 6, রয়েছে চোখ ধাঁধানো স্পেসিফিকেশনস

Huawei Band 6 ShresthoTech
Huawei Band 6 (Image : Huawei)

আজই Huawei আমাদের দেশে লঞ্চ করে দিল তাদের Huawei Band 6। এর মধ্যে দুর্ধর্ষ স্পেসিফিকেশন্স রয়েছে। চলুন এই ফিটনেস ব্যান্ড সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে।

Huawei Band 6 স্পেসিফিকেশনস

এর মধ্যে রয়েছে 1.47 ইঞ্চির Amoled Full View ডিসপ্লে। রয়েছে 64% স্ক্রিন টু বডি রেশিও। পাওয়া যাবে 14 দিনের ব্যাটারি ব্যাকআপ। চার্জ দেওয়ার জন্য অসুবিধা হবেনা আপনার। কারণ রয়েছে ম্যাগনেটিক চার্জার এর সুবিধা। 

Huawei ক্লেইম করছে মাত্র 5 মিনিটে চার্জ দিয়েই এই ব্যান্ডটা দুদিনের জন্য ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে । কারণ এই স্মার্ট ব্যান্ড ব্যবহার করা হয়েছে ব্যাটারি এফিসিয়েন্সি চিপ এবং তার সাথে ব্যবহৃত হয়েছে পাওয়ার সেভিং অ্যালগরিদম।

শুধু মাত্র এখানেই থেমে থাকছে না এই স্মার্টব্যান্ড কাজ রয়েছে 96 স্পোর্টস মোডস। যার মধ্যে রয়েছে ইনডোর আউটডোর রানিং, সাইক্লিং ইত্যাদির এর মত এগারটি প্রফেশনাল স্পোর্টস মোডস এবং তার সাথে 85 টি কাস্টমাইজড মোডস রয়েছে। এর মধ্যে ব্যবহৃত হয়েছে TruSport এলগরিদম। 

জানেন কি : আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করে দিয়েছেন কিনা কিভাবে বুঝবেন? জেনিনে সিক্রেট টিপস গুলো

রয়েছে All Day Heart SPO2 Monitoring এবং TruSeen Heart Rate Monitoring এর সুবিধাও। পেয়ে জাবেন Sleep Tracking এর সুবিধাও।অন্যান্য সমস্ত নোটিফিকেশন তো পাওয়া যাবেই। মিউজিক কণ্ট্রোলের (Music Control) সুবিধা থাকছে। রিমোট ক্যামেরার শাটারের (Remote Camera Shutter) সুবিধা পাওয়া যাবে। চারটি কালারে পাওয়া যাবে এই স্মার্টব্যান্ড- Graphite Black, Forest Green, Amber Sunrise, Sakura Pink। সমস্ত কিছু মিলিয়ে Huawei Band 6 রীতিমতো আকর্ষণীয় ফিচার নিয়ে এসেছে সকলের জন্য।

Huawei Band 6 এর দাম

Huawei Band 6 এর দাম রাখা হয়েছে 4,490 টাকা। এর সেল শুরু হচ্ছে জুলাই এর 12 তারিখে, আমাজন ইন্ডিয়া তে। শুধু মাত্র এখানেই নয়। এই ফিটনেস ব্যান্ড টিকে যদি আপনি জুলাই 12 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কেনেন তাহলে Huawei Bluetooth Speaker পেয়ে যাবেন একদম বিনামূল্যে। এই ব্লুটুথ স্পিকারের দাম 1,990 টাকা।