কনফার্ম হয়ে গেল ASUS 8Z স্মার্টফোনের লঞ্চ, তৈরি অফিসিয়াল ওয়েবপেজ, জেনেনিন বিস্তারিত

ASUS 8Z ShresthoTech

গত মে মাসেই গ্লোবাল মার্কেটে Asus Zenphone 8 লঞ্চ হয়ে গিয়েছিল। তবে প্যানডেমিক এর জন্য ভারতে এই স্মার্টফোন লঞ্চ হতে দেরি হয়ে যায়। এবার মনে করা হচ্ছে ASUS অবশেষে এই স্মার্টফোনটিকে লঞ্চ করতে চলেছে ভারতে। ভারতে এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হবে ASUS 8Z নামে। ইতিমধ্যেই এই স্মার্টফোনটির অফিশিয়াল ওয়েবপেজ প্রস্তুত হয়ে গেছে আসুস ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। 

জেনে নেওয়া যাক এই স্মার্টফোন সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে। ASUS 8Z স্মার্টফোনের মধ্যে রয়েছে 5.9 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। পাবেন HDR10। রয়েছে 120Hz এর Refresh Rate। পাবেন 240Hz এর টাচ স্যাম্পলিং রেট(Touch Sampling Rate)। ব্রাইটনেস হবে 1100nits এর। পাবেন Gorilla Glass Victus এর সাপোর্ট। 

ক্যামেরা হিসাবে এই স্মার্টফোনে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা(Dual Camera) সেটআপ। যার প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের। তার সাথে 12 মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল লেন্স পেয়ে যাবেন। এর মধ্যে ম্যাক্রো মোড(Macro Mode) রয়েছে। পাবেন ফাস্ট অটোফোকাসের সুবিধা। সেলফি ক্যামেরা হিসাবে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। 

পাবেন 4000mAh এর ব্যাটারি। 30W ফাস্ট চার্জিং সাপোর্ট। রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট (USB Type C Port)। পাবেন Qualcomm Snapdragon 888 5G প্রসেসর। 16 GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256 GB UFS 3.1 স্টোরেজ। রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। WiFi 6, জিপিএস, এনএফসি, Bluetooth 5.2। আছে IP68 ওয়াটার ও ডাস্ট রেসিস্টেনসির সুবিধা। পাবেন 3.5mm হেডফোন জ্যাক। 

জানেন কি : ভারতে Huawei লঞ্চ করেদিল তাদের Huawei Band 6, রয়েছে চোখ ধাঁধানো স্পেসিফিকেশনস

এবার আপনার মনে যদি প্রশ্ন জাগে যে কবে লঞ্চ হবে এই স্মার্টফোনটি, তাহলে জানিয়ে রাখি এখনোও পর্যন্ত আসুস ইন্ডিয়া অফিশিয়ালি এই স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে কিছুই জানায়নি। তবে যেহেতু ওয়েবপেজ প্রস্তুত হয়ে গেছে তাই মনে করা হচ্ছে খুব বেশি আর দেরি হবে না এই স্মার্টফোনটিকে লঞ্চ করতে। 

ইতিমধ্যেই স্মার্টফোনটির জন্য আসুস ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ইমেইল এড্রেস এবং ফোন নাম্বার ব্যবহার করে নোটিফাই মি এলার্ট অন করে রাখতে পারবেন।