MediaTek MT9638 প্রসেসর সহ লঞ্চ হয়ে গেল Xiaomi TV ES50 2022, জেনেনিন স্পেসিফিকেশন্স, দাম, সেল ডেট বিস্তারিত ভাবে

xiaomi tv es50 launched specifications price sale date

সম্প্রতি চিনে লঞ্চ হয়ে গেল Xiaomi TV ES50 2022। ইতিমধ্যে স্মার্টটিভির যাবতীয় তথ্য প্রকাশিত হয়েছে। চলুন এক এক করে জেনে নেওয়া যাক সমস্ত কিছু বিস্তারিত ভাবে। 

Xiaomi TV ES50 2022 স্পেসিফিকেশন্স কেমন?

চলুন সর্বপ্রথম ডিসপ্লের ব্যাপারে জেনে নেওয়া যাক। এটি একটি 3,840×2,160 Pixels রেজুলিউশন বিশিষ্ট 50-Inch Smart TV। একই সাথে রয়েছে ARM Mali-G52 MC1 GPU যুক্ত 1.5GHz কোয়াড কোর MediaTek MT9638 Processor। এছাড়াও থাকছে ARM Cortex-A55 CPU। 

স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। এরই পাশাপাশি রয়েছে HDR10, 60Hz Refresh Rate, 600 Nits Brightness, ALLM এবং Dolby Vision ফিচার্স। এছাড়াও পাওয়া যাবে Dual Wi-Fi 2.4GHz/ 5GHz এবং Bluetooth v5 কানেক্টিভিটি সুবিধাও।

এখানেই শেষ নয় থাকছে একটি AV পোর্ট,  তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট, একটি ATV/ DTMB পোর্ট, একটি S/PDIF পোর্ট এবং একটি Ethernet Plug। তারই সাথে 12.5W স্পিকার তো পাবেনই। এমন অসাধারন ফিচারস ইনক্লুডের পর স্মার্টটিভির  ওজন দাঁড়িয়েছে 10.35 কিলোগ্রাম।

দাম কত রাখা হয়েছে?

Xiaomi TV ES50 2022 দাম নির্ধারণ করা হয়েছে CNY 2,399 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 28,300 টাকার কাছাকাছি। এটি শুধুমাত্র Grey কালার অপশনে দেখতে পাওয়া গেছে। 

জেনেনিন : WhatsApp-এ নিয়ে আসা হল Default Disappearing Messages-এর সুবিধা, সাথে থাকছে Multiple Durations, বিস্তারিত জানালেন স্বয়ং মার্ক জুকার্বার্গ

সেল Date কবে?

ইতিমধ্যেই চিনা মার্কেটে স্মার্টটিভির Pre-Order শুরু হয়ে গেছে এবং প্রথম সেল শুরু হবে আগামী 11 ই ডিসেম্বর থেকে। ভারতের বাজারে ডিভাইসটি কবে উপলব্ধ হবে তা এখনই বলা সম্ভব নয়। কেমন লাগলো আপনার এই Smart TV? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।