আজ থেকেই শুরু হচ্ছে Redmi Note 11T 5G স্মার্টফোনটির প্রথম সেল, জেনেনিন দাম, স্পেসিফিকেশন্স, অফার ও সেল টাইম

Redmi Note 11T 5G

গত সপ্তাহেই রেডমির পক্ষ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছিল Redmi Note 11T 5G স্মার্টফোনটিকে। এবার এই স্মার্টফোনের প্রথম শুরু হচ্ছে আজকেই। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনের প্রথম সেল সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে। দেখে নেব এর দাম কত রাখা হয়েছে, কোথা থেকে কিনতে পারবেন এবং তার সাথে কোনো অফার রয়েছে কিনা সেটাও। 

কোথা থেকে কেনা যাবে Redmi Note 11T 5G স্মার্টফোনটি? দাম ও অফার 

Redmi Note 11T 5G স্মার্টফোনটি সেল শুরু হচ্ছে আজকে দুপুর 12 টা থেকে। কিনতে পাওয়া যাবে অ্যামাজন ইন্ডিয়া এবং mi.com অফিশিয়াল স্টোর থেকে। Redmi Note 11T 5G স্মার্টফোনটি দাম শুরু হচ্ছে 16,999 টাকা থেকে। 6GB-64GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 16,999 টাকা। 6GB-128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 17,999 টাকা এবং তার সাথে 8GB-128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 19,999 টাকা।  

ইন্ট্রোডাক্টরী অফার হিসাবে স্মার্টফোনটির দাম 1,000 টাকা কমে পাওয়া যাবে এবং তার সাথে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ICICI ব্যাংকের ডেবিট কার্ড ইএমআই অপশন ব্যবহার করলে আরো 1,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন কাস্টমাররা। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটি স্পেসিফিকেশন কেমন রয়েছে সেই ব্যাপারে। 

জেনেনিন : WhatsApp-এ নিয়ে আসা হল Default Disappearing Messages-এর সুবিধা, সাথে থাকছে Multiple Durations, বিস্তারিত জানালেন স্বয়ং মার্ক জুকার্বার্গ

Redmi Note 11T 5G স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স 

Redmi Note 11T 5G এর মধ্যে রয়েছে 6.64 ইঞ্চির FHD+ IPS LCD ডিসপ্লে। এর মধ্যে থাকছে 90Hz-এর অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। ক্যামেরা হিসাবে স্মার্টফোনটির মধ্যে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। যার মধ্যে পাওয়া যাবে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP-এর আল্ট্রাওয়াইড ক্যামেরা। রয়েছে 16 MP এর সেলফি ক্যামেরা।  

প্রসেসর হিসেবে স্মার্টফোনটির মধ্যে পাওয়া যাবে MediaTek Dimensity 810। সাথে 8 GB পর্যন্ত RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। সাথে এর মধ্যে থাকছে 5000mAh-এর পাওয়ারফুল ব্যাটারি। আর থাকছে 33W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট। Android 11 এর উপর ভিত্তি করে তৈরি MIUI 12.5 পাওয়া যাবে। 

তিনটে কালার ভেরিয়েন্ট পাওয়া যাবে স্মার্টফোনটি। একটা Matte Black, Aquamarine Blue ও অপরটি Stardust White। তাই আপনিও যদি স্মার্টফোনটি কিনতে চান, ঠিক দুপুর 12 টায় আপনাকে চলে যেতে হবে আমাজন অথবা MI এর অফিশিয়াল ওয়েবসাইটে।