WhatsApp-এ নিয়ে আসা হল Default Disappearing Messages-এর সুবিধা, সাথে থাকছে Multiple Durations, বিস্তারিত জানালেন স্বয়ং মার্ক জুকার্বার্গ

ইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ (WhatsApp) Disappearing Message লঞ্চ করে দিয়েছে অনেক আগেই। এবার সেই ফিচারেরই আপডেটেড ভার্সন লঞ্চ করল তারা। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে ফেসবুক, বর্তমানে মেটা (Meta)-র, CEO মার্ক জুকার্বার্গ ঘোষণা করেছেন। দেখে নেওয়া যাক কি এই নতুন ফিচার আর কিভাবে কাজ করে এটা। 

WhatsApp-এ নিয়ে আসা হল Default Disappearing Messages এর সুবিধা

হোয়াটসঅ্যাপের এই Disappearing Message ফিচারের ফলে 7 দিন পর চ্যাট অটোমেটিক ডিলিট হয়ে যেত। সেই ফিচারের আপডেটেড অপশন আনা হয়েছে। এবার থেকে জানা যাচ্ছে শুধু মাত্র 7 দিনই নয়। সাতদিন ছাড়াও বাই ডিফল্ট 24 ঘন্টা এবং 90 দিন এর অপশন থাকবে ইউজারদের জন্য।অর্থাৎ শুধু মাত্র 7 দিন নয়। আপনি চাইলে বাইডিফল্ট 24 ঘন্টা বা 90 দিন পরও চ্যাটকে অটোমেটিক ডিলিট হয়ে যাওয়ার অপশন সেট করে রাখতে পারেন।

জেনেনিন : WhatsApp-এর মাধ্যমেই বুক করা যাবে Uber Cab, Uber অ্যাপ্লিকেশন ইনস্টল নেই? চিন্তা করবেন না, এখনই জেনে নিন বিস্তারিত

বাইডিফল্ট এই ফিচারটি অন করে রাখলে তারপরের সমস্ত নতুন চ্যাটের ক্ষেত্রে সেই নির্দিষ্ট সময় পর সমস্ত চ্যাট অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এমনকি হোয়াটসঅ্যাপ জানাচ্ছে এরপর নতুন গ্রুপ ক্রিয়েট করতে গেলেও এই অপশন সিলেক্ট করতে দেওয়া হবে গ্রুপ ক্রিয়েটর কে।

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে মার্ক জাকারবার্গ একটি ফেসবুক পোস্ট করেছেন। যেখানে তিনি এই ফিচার roll-out এর কথাও ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন আজই এই ফিচার রোল আউট করা শুরু করে দেওয়া হয়েছে। তারি সাথে জুকারবার্গ একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি তার স্ত্রীকে WhatsApp-এ মেসেজ করেছেন। যেখানে 24 ঘন্টা পর তার সেই মেসেজ গুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে এমন অপশন সিলেক্ট করে রাখা রয়েছে।

ফিচারটি এখনই না পেলেও চিন্তিত হওয়ার কারণ নেই। আপনিও শীঘ্রই পেয়ে যাবেন অন্যান্য সকলের মতই।