অবশেষে Xiaomi আনুষ্ঠানিকভাবে Xiaomi Mi MIX 4 লঞ্চের তারিখ প্রকাশ করে দিল। আগামী 10 ই আগস্ট China-তে লঞ্চ হবে এই স্মার্টফোন। চলুন জেনে নেওয়া যাক Xiaomi Mi MIX 4 স্পেসিফিকেশনস কেমন রয়েছে।
Mi MIX 4 এক্সপেক্টেড স্পেসিফিকেশনস
এটিই সংস্থার প্রথম স্মার্টফোন হতে চলেছে যার মধ্যে একটি ইন-ডিসপ্লে ক্যামেরা থাকবে। এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.67-inch FHD+ OLED Display। একই সাথে স্মার্টফোনের মধ্যে রয়েছে 120Hz Refresh Rate। এছাড়াও স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 888 Plus Chipset থাকছে। এটি Android 11 MIUI 12.5 দ্বারা পরিচালিত। এরই সাথে আপনি পেয়ে যাবেন 5000mAh Battery। আরও পাবেন 120W Fast Charging এবং 70W-80W Wireless Charging সাপোর্টও।
জেনেনিন : WhatsApp ইউজারদের জন্য রোল আউট করে দেওয়া হল View Once ফিচারটি, তবে এই বিষয়টি অবশ্যই জেনে রাখুন
এখানেই শেষ নয়, আরও পাবেন 50MP Samsung GN1s Primary Sensor, 48MP Ultrawide lens, 48MP Telephoto Snapper। একই সঙ্গে পাবেন ইন-ডিসপ্লে Selfie Camera। এত সুন্দর স্পেসিফিকেশন ইনক্লুড করার পর স্মার্টফোনটির ওজন রাখা হয়েছে 226 গ্রাম।
সম্ভাব্য দাম কত রাখা হয়েছে?
এই স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে যার মধ্যে পাবেন 8GB + 256GB, 12GB + 256GB এবং 12GB + 512G স্টোরেজ ভেরিয়েন্টে। চিনা মার্কেটে এর দাম রাখা হয়েছে RMB 6,000 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 69,300 টাকা। উল্লেখ্য, জানা গেছে একই সাথে Mi CC11 সিরিজ, Mi Pad 5 এবং একই সাথে MIUI 13 লঞ্চ করতে পারে সংস্থা।
কেমন লাগলো এই স্মার্টফোনের এক্সপেক্টেড স্পেসিফিকেশন্স আপনার? অবশ্যই জানাবেন আমাদের। সমস্ত লেটেস্ট টেক আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।