WhatsApp ইউজারদের জন্য রোল আউট করে দেওয়া হল View Once ফিচারটি, তবে এই বিষয়টি অবশ্যই জেনে রাখুন

WhatsApp View Once ShresthoTech
WhatsApp View Once (WhatsApp)

অবশেষে WhatsApp ইউজারদের জন্য রোল আউট করে দেওয়া হল বহু প্রতীক্ষিত এই ফিচারটি। যার নাম View Once। এই ফিচারের সাহায্যে আপনার পাঠান কোন ফটো বা ভিডিও শুধুমাত্র একবারই দেখা যাবে। তারপর সেটি ডিলিট হয়ে যাবে।

আপনি যদি WhatsApp ইউজার হন এখনই Google Play Store/App Store-এ গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন টি আপডেট করে নিন। তাহলেই আপনি এই নতুন ফিচারটি কে পেয়ে যাবেন। আপনি যখন আপনার হোয়াটসঅ্যাকে লেটেস্ট ভার্সনে আপডেট করে নেবেন তখন কোনো ফটো বা ভিডিও পাঠানোর সময় তার পাশে একটা 1 আইকন থাকবে। তার ওপর ট্যাপ করে দিয়ে আপনি এই ফিচারটিকে এনেবেল করে নিতে পারবেন।

আপনি যাকে এই View Once মোড অন করে মিডিয়া পাঠাচ্ছেন তিনি যখন আপনার মিডিয়া প্লেয়ার এক্সিট করে যাবেন তখন সেই ফটো বা ভিডিওকে আর দেখতে পারবেন না। এই ফটো ভিডিও তার ফোনের গ্যালারিতে সেভও হবে না। তিনি চাইলে ওই ফটো বা ভিডিওকে শেয়ার করতে পারবেন না অন্য কারো সাথেও। পারবেন না সেগুলিকে ফরোয়ার্ড করতেও। 

জেনেনিন : সাবধান! মোবাইলে ব্যাংকিং সম্পর্কিত কাজ করলে অবশ্যই জেনেনিন, আপনার কষ্টার্জিত টাকা বাঁচান

তবে একটা কথা মনে রাখুন আপনি যদি মনে করেন এইভাবে ছবি বা ভিডিও পাঠালে আর কেউ সেভ করে রাখতে পারবেন না, তাহলে সেটা ভুল। তিনি যে কোন সময় স্ক্রিনশট নিতে পারেন। এই ফিচার স্ক্রিনশট নেওয়া আটকায় না এবং অন্য ফোন থেকে ফটো তুলে রাখা বা ভিডিও করে রাখার সুবিধা তো রয়েছেই। 

এখনই যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপে এই ফিচারটি কে না পান তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সকল ইউজারদের মধ্যে এই ফিচারকে রোল আউট করে দেওয়া হবে। এমনটাই বলেছে হোয়াটসঅ্যাপ।

অতি সম্প্রতি Telegram-এর মধ্যেও দুর্দান্ত সমস্ত ফিচার্স নিয়ে আসা হয়েছে। এগুলি এককথায় অতুলনীয়। WhatsApp-এর এই ফিচারটি কেমন লাগলো আপনার?