Apple Online Store-এ চলে এল নতুন ডিজাইন, তারই সাথে পাওয়া যাবে এক গুচ্ছ নতুন সুবিধা

Apple Online Store ShresthoTech

অতিসম্প্রতি অ্যাপেলের অনলাইন স্টোর (Apple Online Store) কিছুক্ষণের জন্য অফলাইন হয়ে গিয়েছিল। প্রায় এক ঘন্টা ধরে অফলাইন থাকার পর যখন অনলাইন আসে তখন দেখা যায় নতুন এক এডিশন চলে এসেছে অ্যাপেলের অনলাইন স্টোরে। পরবর্তীকালে সেই নতুন এডিশন ভারতীয় অ্যাপেল অনলাইন স্টোরেও দেখা যায়।

আপনি যদি এখন অ্যাপেলের অনলাইন স্টোরে যান তাহলে একদম নতুন ধরনের এক্সপেরিয়েন্স পাবেন। যেটা আপনার প্রোডাক্ট বায়িং এক্সপেরিয়েন্স সহ ওভারঅল এক্সপিরিয়েন্স কে আরও স্মুথ করে দেবে। খুব সহজেই একসেস করতে পারবেন অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্টস। দেখতে পারবেন তাদের দাম, স্পেসিফিকেশনস সমস্ত কিছু সহজেই। প্রয়োজনে কন্টাক্ট করতে পারবেন অ্যাপেল স্পেশালিস্ট এর সাথে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই। 

শুধু মাত্র এখানেই থেমে থাকছে না অ্যাপেল এর নতুন ডিজাইন। বড় বড় করে প্রমোট করা রয়েছে অ্যাপেলের এডুকেশন ডিসকাউন্টের ব্যাপারটিকেও। যেখানে আপনি যদি একজন স্টুডেন্ট হন বা শিক্ষা জগতের সাথে যুক্ত কোন ব্যক্তি হন তাহলে অ্যাপেলের কিছু গুরুত্বপূর্ণ প্রোডাক্ট দারুন ডিসকাউন্ট এর সাথে পেয়ে যাবেন।

সমস্ত স্টোর জুড়েই নানান কার্ড ব্যবহার করা হয়েছে। ঠিক যেন আপেলের আইওএস অ্যাপ্লিকেশনের মত। এমনকি আইফোনের ক্ষেত্রে পাওয়া যাবে ট্রেড-ইন এর ব্যবস্থাও। অর্থাৎ পুরোনো আইফোন আপনি এক্সচেঞ্জ করে অ্যাপেল ক্রেডিট পেয়ে যাবেন। আর সেই অ্যাপেল ক্রেডিট রিডিম করে আবার কিনতে পারবেন নতুন আইফোন। যেটা নিঃসন্দেহে দারুন সুবিধাজনক ব্যাপার হবে অনেকেরই জন্য। তবে এখনো পর্যন্ত আইফোন বাদে অন্যান্য প্রোডাক্ট এর ক্ষেত্রে এই সুবিধা নিয়ে আসা হয়নি। 

জেনেনিন : মাত্র 45,999 টাকায় কিনতে পারবেন iPhone 11! কিভাবে কিনবেন? জেনে নিন এখানে

তারই সাথে এখানেও ডোমেস্টিক পেমেন্ট সিস্টেমকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে অনলাইন অ্যাপেল স্টোরেও কেনাকাটা করা যাবে UPI, Net Banking, Rupay পেমেন্ট মোডস ব্যবহার করে। গত কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম অ্যাপেল ভারতের App Store-এ লঞ্চ করে দিয়েছে ডোমেস্টিক পেমেন্ট সিস্টেম কেও। যেখানে আমরা UPI, নেট ব্যাঙ্কিং, RuPay-র মত পেমেন্ট গুলো কে ব্যবহার করতে পারছিলাম। তারপরই আবার এই রিফ্রেশড অ্যাপেল অনলাইন স্টোরের ডিজাইন চলে এলো গ্লোবাল স্টোরের মতোই। 

সমস্ত কিছু মিলিয়ে একথা নিশ্চিত ভাবেই বলা যায় ভারতের মতো বিশাল দেশ ক্যাপচার করতে অ্যাপেল রীতিমতো বদ্ধপরিকর হয়ে রয়েছে। তাই একের পর এক সুবিধা নিয়ে আসছে তারা।