হোয়াটসঅ্যাপকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ফিচার নিয়ে আসতে দেখেই চলেছি। বিশেষ করে সিকিউরিটি দিক থেকে প্রচন্ড রকম ভাবে আরও ভালো করে তোলার চেষ্টা করছে তারা। এর আগে আমরা দেখেছিলাম হোয়াটসঅ্যাপ চেষ্টা করে যাচ্ছে ক্লাউড ব্যাকআপ কে কিভাবে সিকিউর করা যায়। সেই ফিচার নিয়ে অনেকটাই এগিয়ে গেছে হোয়াটসঅ্যাপের পরীক্ষা-নিরীক্ষা। আর আজই নতুন এক ফিচার সামনে চলে এল। যেখানে এবার লোকাল ব্যাকআপ সিকিওর হয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপন ব্যবহার করে এটা আমাদের অজানা নয়। তবে ক্লাউড ব্যাকআপ এর ক্ষেত্রে এই End-to-End এনক্রিপশন কাজ করত না। যার জন্য যদি কেউ এই ক্লাউড ব্যাকআপ হাতিয়ে নিতে পারত। তাহলে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট লিক হয়ে যাবার সম্ভাবনা থাকতো।
এই বিপদ দূর করার জন্য হোয়াটস্যাপ ক্লাউড ব্যাকআপ কেউ এনক্রিপটেড করার প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে গেছে। এমনটাই আমরা জানতে পারছি। তবে সেই প্রক্রিয়াকে আরো কয়েক ধাপে এগিয়ে নিয়ে গিয়ে জানা যাচ্ছে এবার হোয়াটসঅ্যাপ লোকাল ব্যাকআপ কেউ এনক্রিপ্ট করার চেষ্টায় রয়েছে।
জেনেনিন : মাত্র 45,999 টাকায় কিনতে পারবেন iPhone 11! কিভাবে কিনবেন? জেনে নিন এখানে
WABetaInfo বিষয়ে এক ছবি শেয়ার করেছে, যেখানে আমরা লোকাল ব্যাকআপ এনক্রিপ্ট করার অপশন দেখতে পাচ্ছি। এতদিন পর্যন্ত লোকাল ব্যাকআপ শুধুমাত্র ফোন নাম্বারের মাধ্যমে সিকিউর করা থাকত। আর সেই জন্যই আমরা হোয়াটসঅ্যাপ ব্যাকআপ রিস্টোর করতে চাইলে আমাদের ফোন নাম্বার ভেরিফাই করে সঙ্গে সঙ্গে রিস্টোর হয়ে যেত। ফিরে পেতাম আমরা আমাদের পুরোনো চ্যাট ও মিডিয়া। এই পদ্ধতি একদমই সিকিউর ছিল না।
আর এই নতুন সিকিউরিটি ফিচার এনেবেল করা হলে এই লোকাল ব্যাকআপও এনক্রিপটেড হয়ে যাবে। তবে কীভাবে এই পদ্ধতিটা কাজ করবে সেই সম্পর্কে এখনো কোনো রকম তথ্য পাওয়া যায়নি। মনে করা হচ্ছে অদূর ভবিষ্যতে এই ফিচার চলে আসবে সকলের জন্য। আর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন কে আরো5 সিকিউর করে তুলবে।
প্রসঙ্গত উল্লেখ্য, আজই আমরা দেখেছি হোয়াটসঅ্যাপ ভিউ ওয়ান্স ফিচার রোল আউট করতে শুরু করে দিয়েছে। সমস্ত কিছু মিলিয়ে হোয়াটসঅ্যাপ রীতিমতো কোমর বেঁধে নেমেছে হারানো সম্মান পুনরুদ্ধারে।