অবশেষে লঞ্চ হতে চলেছে শাওমির মি 10 ! সাথে রয়েছে অফার ! কিভাবে কোথায় লঞ্চ হবে জেনে নিন বিস্তারিত !

অবশেষে বহু প্রতীক্ষার পর লঞ্চ হতে চলেছে শাওমির মি 10 । এই স্মার্টফোনে থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ।

আজ অর্থাৎ 8 মে, দুপুর 12 টা তে অনলাইন ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হবে এ স্মার্টফোনটিকে। 

ভারতে ইতিমধ্যে এটি অ্যামাজনের ওয়েবসাইটে লিস্ট হয়ে গেছে ।

কি কি ফিচার থাকবে এই মি 10 স্মার্টফোনে ?

 এই স্মার্টফোনে থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা । সাথে থাকবে 8K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও। 

থাকছে স্নাপড্রাগন 865 প্রসেসর। এর সাথে WiFi 6 এর সাপোর্ট। 

এই স্মার্টফোনে আপনি পাবেন 3D কার্ভড ডিসপ্লে ও সাথে কর্নিং গরিলা গ্লাস। 

শাওমি ক্লেম করছে এটাই হবে পৃথিবীর দ্রুততম ওয়্যারলেস চার্জিং স্মার্টফোন !

তবে এই বিষয়ে বিস্তারিত আমরা আপনাদের জানাতে থাকবো । 

কিভাবে লঞ্চ ইভেন্ট দেখবেন ?

আজ দুপুর ঠিক 12 টায় শাওমি তাদের সমস্ত সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল গুলোতে এই ইভেন্টের লাইভ টেলিকাস্ট করতে শুরু করে দেবে।  

আরও জানুন : এইভাবে আপনার ব্যাংক একাউন্ট ফাঁকা করে দিচ্ছে হ্যাকাররা ! সতর্ক করলো ব্যাংক গুলি ! সাবধান !

অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন এই বিষয়ে যাবতীয় আপডেট পাওয়ার জন্য ।

কি অফার চলছে ?

শাওমীর এই মি 10 আপনি যদি আমাজনে প্রি-অর্ডার করেন, তাহলে আপনি পেয়ে যাবেন ₹ 2,499 টাকার মি ওয়্যারলেস পাওয়ার ব্যাংক