সারা দেশ জুড়ে লকডাউন পরিস্থিতির জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করে দিয়েছিল ইএমএই সংক্রান্ত ব্যাপারে তাদের নির্দেশিকা ।
বলা হয়েছিল এই সময় ইএমআই বা অন্যান্য লোন পেমেন্ট না করলেও চলবে।
কিন্তু সেই নির্দেশিকা কে হাতিয়ার করেই এবার মানুষের ব্যাংক একাউন্ট ফাঁকা করে দেওয়া শুরু করল হ্যাকাররা !
এ বিষয়ে বিস্তারিত ভাবে নির্দেশিকা জারি করেছে সমস্ত ব্যাংক গুলো।
আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক এসবিআই ও অন্যান্য ব্যাংক তাদের কাস্টমার দের সতর্ক করে দিয়ে বলেছে কেউ যদি আপনাকে ফোন করে OTP এর বিষয়ে জানতে চাই বা পাসওয়ার্ড এর বিষয়ে জানতে চাই, তাহলে যেন তাদের না জানানো হয় ।
কিভাবে হচ্ছে এই জালিয়াতি ?
অত্যন্ত সুচতুরভাবে করা হচ্ছে এই জালিয়াতি। এখানে আপনার ব্যাংকের ফোন নাম্বারে একজন কল করছেন এবং নিজেকে ব্যাংকের কর্মী বলে দাবি করছেন তিনি।
তারপর আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনার নামে যে লোন টা আছে সেটা মুকুব করে দেওয়া হবে। আর তার জন্য আপনার ফোনে ওটিপি যাবে সেটা প্রয়োজন। বা বলা হচ্ছে যাবতীয় ব্যাংকিং ইনফরমেশন তাকে দিতে !
সেখানে চাওয়া হচ্ছে OTP, CVV এমনকি পাসওয়ার্ড বা পিন নাম্বারও। এই সমস্ত কিছু দিয়ে দিলেই বিপত্তি । নিমেষের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে তার একাউন্ট ।
এই বিষয়ে আপনার কি করনীয় ?
অবশ্যই এইরকম কোন ফোন কল যদি আপনার কাছে আছে তাহলে কখনোই ব্যাংকিং সম্বন্ধীয় আপনার সেন্সেটিভ ইনফরমেশন কাউকে দেবেন না ।
এমনই অনুরোধ করা হচ্ছে ব্যাংকগুলোর তরফ থেকে ।
ব্যাংক থেকে কখনোই ফোন করে বা এসএমএস এর মাধ্যমে এই সমস্ত তথ্য চাওয়া হয় না।
তাই কেউ যদি নিজেকে ব্যাংকের কর্মী বলে আপনার কাছ থেকে এই সমস্ত তথ্য নিতে চাই তাহলে একদমই দেবেন না ।
ভুল করে কোন অজানা অচেনা লিংকে ক্লিক করবেন না। সতর্ক থাকুন। প্রয়োজনে ব্যাংকের সাথে যোগাযোগ করুন।