এয়ারটেল সব সময় তাদের কাস্টমারদের জন্য নানান ধরনের অফার নিয়ে আসে । আর এই সময় তাদের অসাধারন কয়েকটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নিন । এই প্ল্যানের সাথে আপনি পেয়ে যাবেন অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন এর সুবিধা ।
যেখানে আপনি অ্যামাজন প্রাইম এর সমস্ত ফেসিলিটিই পাবেন।
চলুন দেখে নিই এয়ারটেলের কোন প্রিপেড প্ল্যানের সাথে আপনি অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন পাবেন !
এয়ারটেলের যে প্রিপেড প্ল্যানে আমাজন প্রাইম এর সুবিধা রয়েছে যার দাম 349 টাকা ।
এইটার সাথে আপনি এক মাসের জন্য বিনামূল্যে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
শুধুমাত্র তাই নয় আপনি এই প্রানের সাথে পেয়ে যাবেন প্রত্যেকদিন 2 জিবি করে হাই স্পিড ইন্টারনেট । তার সাথে থাকবে আনলিমিটেড কলিং এর সুবিধা। আর প্রত্যেকদিন 100 টা করে এসএমএস পাবেন ।
এর সাথে থাকছে আরও কিছু সুবিধা যেমন Wynk Music সাবস্ক্রিপশন, হ্যালো টিউন্স, Shaw Academy অনলাইন কোর্স, এয়ারটেল এক্সট্রিম সাবস্ক্রিপশন আর 150 টাকা ফার্স্ট ট্যাগ ক্যাশব্যাক।
এইতো গেল প্রিপেড প্ল্যানটা।
এয়ারটেল এর কোন পোস্ট পেইড প্লান এর সাথে আপনি বিনামূল্যে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন পাবেন ?
এয়ারটেলের আপনি 499 টাকা দিয়ে পোস্টপেইড প্লানে পাবেন এক বছরের জন্য অ্যামাজন প্রাইম এর সুবিধা । এরই সাথে প্রত্যেক মাসে আপনি পাবেন 75 জিবি ডেটা ও 100 টা এসএমএস।
আনলিমিটেড কলিং তো থাকছেই ।
এয়ারটেলের কিছু ফ্যামিলি পোস্ট পেইড প্লান রয়েছে । যেগুলোর সাথেও আপনি অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন । এগুলো হলো 749 টাকা, 999 টাকা ও 1599 টাকা !
তবে আর দেরি কেন? এখুনি রিচার্জ করুন আর উপভোগ করুন অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন এর সুবিধা !