হোয়াটসঅ্যাপ করোনা ভাইরাস সম্বন্ধীয় ভুয়ো ম্যাসেজ ডিটেক্ট করা আরো সহজ করে দিলো ! জেনে নিন বিস্তারিত !

এর আগেই হোয়াটসঅ্যাপ ভাইরাল ম্যাসেজ ফরওয়ার্ডিং এর ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এর ফল ভালোই পাওয়া গেছে।

হোয়াটসঅ্যাপ এর আগেও জানিয়েছে ফেক নিউজ ছড়ানো রুখতে তারা WHO এর মত বেশ কিছু বড় সংস্থার সাথে পার্টনারশিপ করতে চলেছে।

এবার আর এক অনন্য প্রচেষ্টা ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপের।

দ্যা ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) এর সাথে পার্টনারশিপ করলো হোয়াটসঅ্যাপ।

আইএফসিএন একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট আনলো যাতে 4000 এর অধিক ফেক নিউজ নথিভুক্ত করা আছে।

কিভাবে কাজ করবে এই হোয়াটসঅ্যাপ চ্যাটবটটি?

একজন হোয়াটসঅ্যাপ ইউসার ওই বটে ম্যাসেজটি পাঠানো মাত্র ওই বট চেক করে দেবে যে ওই ম্যাসেজটির সত্যতা কতটা।

ওই চ্যাটবটে প্রফেশনাল ফ্যাক্ট-চেকারদের একটি দল কাজ করবে তারাই মূলত নিউজটি যাচাই করবে।

আরও জানুন : রিলায়েন্স জিও প্লাটফর্মে কোটি টাকার বিনিয়োগ করলো US বেসড কোম্পানি সিলভার লেক !

এর মূল লক্ষ্য কোভিড-19 সম্বন্ধীয় ভুয়ো খবর প্রচার বন্ধ করা। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের লক্ষ ভারতসহ 70 টি দেশে এই চ্যাটবটটি পৌঁছে দেওয়া।

হোয়াটসঅ্যাপের এই ফিচারটি কিভাবে আপনি ব্যবহার করবেন ?

হোয়াটসঅ্যাপ এই যে চ্যাট বট লঞ্চ করেছে সেটা একদম বিনামূল্যে আপনি ব্যবহার করতে পারেন !

এই চ্যাট বট ব্যবহার করার জন্য আপনাকে +1 (727) 2912606 এই কন্টাক্ট নাম্বারটা আপনার ফোনে সেভ করতে হবে । তারপর হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠাতে হবে । তাহলেই আপনি ফ্যাক্ট চেক করতে পারবেন ।

শুধুমাত্র ইংরেজি ভাষাতে এই সুবিধা এখন উপলব্ধ রয়েছে । পরবর্তীকালে অন্যান্য ভাষাতেও এই সুবিধা নিয়ে আসা হবে । এবং খুব দ্রুতই সেই সুবিধাগুলো অন্যান্য ভাষায় নিয়ে আসার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ।

 নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ ফেক নিউজ কমিয়ে দিতে অনেকটাই সাহায্য করবে !