রিলায়েন্স জিও প্লাটফর্মে কোটি টাকার বিনিয়োগ করলো US বেসড কোম্পানি সিলভার লেক !

ফেসবুকের সঙ্গে ₹43,574 কোটির ডিলের পরে রিলায়েন্স জিও প্লাটফর্মে ₹5,655 কোটি টাকা বিনিয়োগ করলো US বেসড কোম্পানি সিলভার লেক

এই বিনিয়োগটি জিও প্ল্যাটফর্মকে ৪.৯০ লক্ষ কোটি টাকার ইক্যুইটি ভ্যালু এবং ৫.১৫ লক্ষ কোটি টাকার একটি এন্টারপ্রাইজ ভ্যালু দেয়।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন মুকেশ আম্বানি বলেছেন, ভারতীয় ডিজিটাল ইকোসিস্টেমের ট্রান্সফর্মেশন পার্টনার হিসাবে সিলভার লেক কোম্পানিকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত।

আম্বানি বলেছেন, সিলভার লেক আগেও অনেক গ্লোবাল লিডিং কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে এবং তাদের উন্নতি হয়েছে।

সিলভার লেকের অন্যান্য বিনিয়োগের মধ্যে রয়েছে Airbnb, Alibaba, Ant Financial, Alphabet’s Verily and Waymo units, Dell Technologies, Twitter এবং অন্যান্য কিছু টেকনোলজি কোম্পানি।

সিলভার লেকের কো-চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং পার্টনার ইগন ডারবান বলেছেন,” জিও প্ল্যাটফর্ম বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য সংস্থা। “

তিনি রিলায়েন্স জিওর ম্যানেজিং কমিটির অনেক প্রশংসা করেছেন।

তিনি আরো বলেছেন ,”জিও বাজারে বিপুল অংশ দখল করেছে, আমরা জিও মিশনকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করব।”

আরও জানুন : এবার আপনি অ্যামাজন ও ফ্লিপকার্টে অর্ডার দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন ! থাকছে কিছু নিয়ম । জেনে নিন বিস্তারিত ।

“মুকেশ আম্বানির রিলায়েন্স জিও ​​দলটির সাথে পার্টনেরশিপ করার আমন্ত্রণ পেয়েছি বলে আমরা সম্মানিত ও আনন্দিত।”

ব্র্যান্ডব্যান্ড সংযোগ, স্মার্ট ডিভাইসস, ক্লাউড এবং এজ কম্পিউটিং, বিগ ডেটা অ্যানালিটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস প্রভৃতির মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি দ্বারা জিও বিশ্বমানের ডিজিটাল প্ল্যাটফর্মে এক বিশাল বাজার দখল করেছে।

তাই আশা করা যায় সিলভার লেকের সাথে পার্টনারশিপের ফলে জিওর এই সকল ক্ষেত্রে প্রভূত উন্নতি ঘটবে।