বর্তমান লকডাউন পরিস্থিতিতে গুগল ঘোষণা করেছিল তারা তাদের পুরনো গুগল ডুডল গুলি ফিরিয়ে নিয়ে আসবে আমাদের মনোরঞ্জনের জন্য ।
আজকে তারা আবার একটি পুরানো ডুডল নিয়ে এসেছে আমাদের জন্য। এই গুগল ডুডল পপুলার গেম প্যাক ম্যান এর উপর ভিত্তি করে তৈরি ।
এই গুগল ডুডল টি কবে আনা হয়েছিল ?
এই গুগল ডুডলটি আনা হয়েছিল মে মাসের 21 তারিখ, 2010 সালে। প্যাকমান এর 30 তম এনিভার্সারি উপলক্ষে !
কিভাবে এই গেম টি খেলবেন ?
আপনি জাস্ট আজকের গুগল ডুডলে ক্লিক করুন। তারপর ইনসার্ট কয়েন এ ক্লিক করে দিন । তাহলেই দেখবেন প্যাক ম্যান গেমের ইন্টারফেস খুলে যাবে।
আরও জানুন : এবার জোমাটোও ডেলিভারি করবে অ্যালকোহল ? জেনে নিন বিস্তারিত !
শুধু চারটি এরো ব্যবহার করে আপনি এই প্যাক ম্যান গেম খেলতে পারবেন !
গেম খেলতে খেলতে নানান বাধা এড়িয়ে চলতে হবে আপনাকে !
মজা পাবেন এই গেম খেলতে খেলতে ! ফিরে আসবে পুরানো ভিডিও গেম খেলার স্মৃতি।
তাহলে আর দেরি কেন ? এখনই ক্লিক করুন আজকের গুগল ডুডলে । আর খেলতে থাকুন এই গেমটি !