জোমাটো দীর্ঘদিন ধরেই অ্যালকোহল জাতীয় পানীয়ের ডেলিভার করার পারমিশন পাওয়ার চেষ্টা করছিল।
কারণ করোনাভাইরাস প্রকোপের দরুন এই লকডাউনে অ্যালকোহল জাতীয় পানীয়ের চাহিদা প্রচুর।
আর আগে রাজ্য সরকারও এইসকল পানিয় হোম ডেলিভারি দেবে বলে ভেবেছিল যদিও তা ক্যান্সেল হয়ে যায়।
মোহিত গুপ্তা, জোমাটো ফুড ডেলিভারির সিইও জানিয়েছে যে অ্যালকোহলজাতীয় পানীয়ের জন্য যে লাইন পড়ছে তা একমাত্র কমানো যেতে যেতে পারে যদি এই পানীয়ের হোম ডেলিভারি করা যায়। ভিড় অনেকটা কমবে।
আরও জানুন : অবশেষে লঞ্চ হতে চলেছে রিয়েলমির এই স্মার্ট ফোন ! জেনে নিন বিস্তারিত !
অ্যালকোহল জাতীয় পানীয়ের হোম ডেলিভারির জন্য এই সংস্থা এখনো সরকারের কোনো লাইসেন্স পায়নি।
International Spirits and Wines Association of India (ISWAI) জানিয়েছে যে কেবল গ্রীন এবং অরেঞ্জ জোনে এই ডেলিভারি করা হবে।
এর আগে 25 শে মার্চ অ্যালকোহলজাতীয় পানীয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।
এরপরে 4 ঠা মে থেকে যখন আবার অ্যালকোহলজাতীয় পানীয়ের দোকান খোলে তখন দেখা যায় বিপুল পরিমাণ ভিড়।
এই কারণে দিল্লি সরকার মদ্যপ জাতীয় পানীয়ের উপর 70 পার্সেন্ট করনা ফি জারি করেছে।
তাই বলা যায় সোশ্যাল ডিস্ট্যাংসিং মানানোর ক্ষেত্রে জোমাটোর এর উদ্যোগ কার্যকরী হবে।