এর আগেও আমরা দেখে ছিলাম সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক জিও প্লাটফর্মের শেয়ার কিনে নিয়েছিল !
এবার ইউএস ভিত্তিক বেসরকারী ইক্যুইটি ফার্ম ভিস্তা ইক্যুইটি পার্টনার্স মুকেশ আম্বানির ডিজিটাল ইউনিট, জিও প্ল্যাটফর্মের ২.৩৩ শতাংশ শেয়ার কিনবে।
শুক্রবার ওই সংস্থা ঘোষণা করেছে যে 11,367 কোটি টাকায় তারা ওই শেয়ার কিনতে চলছে।
রিলায়েন্স জানিয়েছে যে জিও প্ল্যাটফর্মের সাথে ইকুইটি ভ্যালু 4.91 লক্ষ কোটি এবং এন্টারপ্রাইজ ভ্যালু 5.16 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে ভিস্তা।
জিও প্ল্যাটফর্ম তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে শীর্ষস্থানীয় প্রযুক্তি বিনিয়োগকারীদের কাছ থেকে এখন 60,596.37 কোটি টাকা বিনিয়োগ লাভ করল।
ভিস্তা এর আগেও বিশ্বের অনেক এজ টেকনোলজি কোম্পানিতে বিনিয়োগ করেছে।
আরও জানুন : অবশেষে লঞ্চ হতে চলেছে শাওমির মি 10 ! সাথে রয়েছে অফার ! কিভাবে কোথায় লঞ্চ হবে জেনে নিন বিস্তারিত !
ইউএস ভিত্তিক সংস্থাটি আশা প্রকাশ করেছে যে তাদের এই বিনিয়োগ জিওকে নেক্সট-জেনারেশন সফ্টওয়্যার এবং প্ল্যাটফর্ম সংস্থা হিসাবে পরিচিত করবে।
এটি জিও-র প্রযুক্তিগত দক্ষতা বাড়াবে।
ভিস্তা ভারতীয় ডিজিটাল প্লাটফর্ম জিওর উন্নতি ও ট্রান্সফরমের জন্যই এই বিনিয়োগ করলো।
জিও আবার বুঝিয়ে দিলো বিশ্বের শ্রেষ্ঠ ইনভেস্টরদের আর্কষণ এখন তার দিকে।
এই ইনভেস্টমেন্ট জিওকে বিশ্ব বাজারে অন্যতম সফল সংস্থা হিসেবে পরিচিতি পেতে সাহায্য করবে।
রবার্ট এফ স্মিথ, ভিস্তার প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন তাদের আশা এই বিনিয়োগ সকল ভারতীয়দের জন্য সুখবর।
এটি ডিজিটাল ক্যানেক্টিভির ও অর্থনীতির দ্রুত উন্নয়ন ঘটাবে।