এবার একই WhatsApp অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে ভিন্ন ভিন্ন ডিভাইসে, সব সময় ইন্টারনেট কানেকশন থাকার প্রয়োজনও পড়বে না

whatsapp rolling out multi device support to more users here is how to use it

Multi-Device সাপোর্ট নিয়ে বহুদিন ধরেই কাজ চালিয়ে যাচ্ছিল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। অবশেষে এই Multi-Device সাপোর্ট কে সকল ইউজারদের জন্য রোল আউট করতে শুরু করে দিয়েছে তারা। এর সাহায্যে এবারে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কে ভিন্ন ভিন্ন ডিভাইস থেকে ব্যবহার করা যাবে। আর তার জন্য প্রাইমারি ডিভাইস অর্থাৎ যেটাতে মেইন হোয়াটস্যাপ একাউন্ট সাইন ইন করা রয়েছে সেটা সব সময় ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকতেও হবে না। যার ফলে সুবিধা হবে সকল ইউজারদেরই। একইসাথে চারটে ডিভাইসে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা রয়েছে এরমধ্যে। 

কিভাবে WhatsApp Multi-Device ব্যবহার করবেন? 

এই বিষয়ে বলার আগে আপনাকে জানিয়ে রাখা ভাল এটা এখনও ফাইনাল রোল আউট নয়। এখনো বিটা টেস্টিং পর্যায়েই রয়েছে এবং এই ফিচারটি। আর এভাবেই roll-out করা হচ্ছে সকল ইউজারদের মধ্যে। এখনো পর্যন্ত এটা হোয়াটসঅ্যাপ ওয়েব, ডেক্সটপ এবং পোর্টাল এই তিনটে জায়গায় ব্যবহার করতে পারা যাবে। তাই একাধিক অ্যান্ড্রয়েড স্মার্টফোন লিংক করা যাবেনা এখনই। খুব শীঘ্রই সেই ফিচারও চলে আসবে। 

কিভাবে এই ফিচারটি ব্যবহার করবেন? চলুন সেটা জেনে নেওয়া যাক।

এই ফিচার ব্যবহার করার জন্য প্রথমেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন। তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন টা ওপেন করে নিন। তারপরে সেটিংসে (Settings) ট্যাপ করুন। তার মধ্যে পাওয়া যাবে লিংকড ডিভাইস (Linked Device) অপশন।

জেনেনিন : লঞ্চ হয়ে গেল Motorola Moto E30 স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

এই অপশনের মধ্যে গেলে পাওয়া যাবে Multi-Device Beta এই অপশনটি। তার মধ্যে ট্যাপ করে দিন। এরপরে Link a Device অপশন পাওয়া যাবে। তার উপর ট্যাপ করুন। এখানে একটি QR Code দেখানো হবে আপনাকে। সেটা আপনার সেকেন্ডারি ডিভাইসের WhatsApp-এর মাধ্যমে স্ক্যান করে নিন। তাহলে আপনার সেকেন্ডারি ডিভাইসেও হোয়াটসঅ্যাপ শুরু হয়ে যাবে। 

এই পদ্ধতি নতুন এক যুগের সূচনা করলো হোয়াটসঅ্যাপ ইউজারদের কাছে। এতদিন পর্যন্ত একটা ডিভাইসে একটা WhatsApp একাউন্ট ব্যবহার করা যেত। সেই পরিস্থিতির পরিবর্তন হলো এই ফিচারের মধ্যে দিয়ে। তার সাথে আগে multi-device সুবিধা ব্যবহার করতে গেলে প্রাইমারি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত স্মার্টফোনটিকে সবসময় ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকতে হত। সেই পরিস্থিতির পরিবর্তন হল এর মধ্যে। 

এখন প্রাইমারি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যুক্ত ডিভাইসটি ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড না থাকলেও ব্যবহার করা যাবে সেই একাউন্ট। আর সেকেন্ডারি ডিভাইসের মাধ্যমে মেসেজ আদান-প্রদান খুবই সহজভাবেই করা যাবে। নিঃস্বন্দেহে অত্যন্ত সুবিধাজনক হবে এই ফিচারটি। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে