12 বছরে পদার্পণ করল WhatsApp, বিতর্কের মধ্যেও ব্যবহারকারী শুনলে হতবাক হবেন

whatsapp-completes-12-years-of-service

2009 সালের ফেব্রুয়ারি মাসে হোয়াটসঅ্যাপ তাদের যাত্রা শুরু করেছিল। 2014 সালের ফেব্রুয়ারি মাসে হোয়াটসঅ্যাপ কে কিনে নেয় ফেসবুক। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই অ্যাপ্লিকেশনকে।

ধীরে ধীরে একের পর এক নতুন আপডেট আসতে থাকে এবং ইউজারদের কাছে আরও অনেক গ্রহণযোগ্য হতে থাকে এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন। 2015 সালে এই অ্যাপ্লিকেশনে যোগ করা হয় ভয়েস কলিং এর ফিচার। সেটাও তুমুল জনপ্রিয়তা পায়।

অবশেষে আজকের দিনে হোয়াটসঅ্যাপ 12 বছরে পদার্পণ করল। হোয়াটসঅ্যাপ তাদের এই সফলতাকে সেলিব্রেট করছে ইতিমধ্যেই। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে হোয়াটসঅ্যাপ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল একটি টুইট করে। যেখানে তারা বেশকিছু হতবাক করার মত স্ট্যাটিসটিকস পোস্ট করে। 

হোয়াটসঅ্যাপ জানিয়েছে প্রত্যেকমাসে সারা পৃথিবী জুড়ে 20 কোটির বেশি ইউজার এক হাজার কোটি মেসেজ পাঠান ও তাদের প্রিয়জন দের যোগাযোগ বজায় রাখেন। শুধুমাত্র প্রত্যেক দিন 10 কোটির বেশি ফোন কল হয়ে থাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। নিঃসন্দেহে এটা একটা দারুন অচিভমেন্ট। তারা এই ধারা বজায় রাখবে এবং তারই সাথে এমন ভাবেই আমাদেরকে সার্ভিস দিয়ে যাবে বলে জানায় তাদের টুইটে। 

জেনে নিন : Realme Narzo 30 Pro 5G স্পেসিফিকেশন্স, প্রাইস, সেল ডেট ও অফার, জেনেনিন বিস্তারিত

আর শেষে তারা তাদের end to encryption এর ব্যাপারেও বলতে ভোলে না। দেখেনিন WhatsApp এর করা Tweet-

https://twitter.com/WhatsApp/status/1364714386078621703

প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসি চেঞ্জ নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছিল। তারপর বহু ইউজার হোয়াটসঅ্যাপ ছেড়ে অন্যান্য যে মেসেজিং অ্যাপ্লিকেশন গুলো রয়েছে সেগুলো তে জয়েন করতে থাকনে। সেই সব দিক সামলেই এগিয়ে চলেছে হোয়াটসঅ্যাপ। আপনি কবে থেকে WhatsApp ব্যবহার করছেন? জানাতে ভুলবেন না।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter Facebook এও আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।