শীঘ্রই আসতে চলেছে FAU-G গেমের Multiplayer মোড, খুশি হবেন গেমাররা

2020 সালের সেপ্টেম্বর মাসে ঘোষণা করে দেওয়া হয়েছিল FAU-G গেমকে। সেই ক্ষেত্রে সুযোগ নেওয়া হয়েছিল পাবজি গেমের ব্যান হওয়ার মুহূর্ত। তারপর নতুন বছরের 26 জানুয়ারি লঞ্চ করে দেওয়া হয়  FAU-G!

এবার ঘোষণা করা হল শীঘ্রই আসতে চলেছে এই গেমের নতুন এক মোড। এ বিষয়ে বিস্তারিত টুইট করে জানিয়েছে nCore Games অর্থাৎ এই FAU-G গেমের নির্মাতা কোম্পানি। 

অক্ষয় কুমার শুরু থেকেই এই গেম এর সাথে ছিলেন। তিনিও এই বিষয়ে বিস্তারিত টুইট করে জানান। তিনি বলেন মাল্টিপ্লেয়ার Team Death Match মোড খুব শীঘ্রই আসতে চলেছে এই গেমে। যেখানে ইউজাররা তাদের বন্ধুদের সাথে একসাথে গেমপ্লে উপভোগ করতে পারবেন। 

FAU-G নির্মাতা কোম্পানি nCore Games এর তরফ থেকে জানানো হয়েছে 5v5 Team Death Match খুব শীঘ্রই আসতে চলেছে এই FAU-G গেমে।

FAU-G গেম লঞ্চের পর থেকেই বহু বিতর্ক সৃষ্টি হলেও এই গেমে জনপ্রিয়তা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছিল। বেঙ্গালুরু বেসড এই গেমের নির্মাতা কোম্পানির তরফ থেকে বার বার প্রচার করা হয়েছিল এই গেম কে PUBG গেমের সাথে তুলনা না করতে। বলা হয়েছিল এই গেম হবে অন্য ধরনের ও অন্য স্বাদের। 

জেনে নিন : এই Audio প্রোডাক্ট গুলিতে পাবেন অবিশ্বাস্য ডিসকাউন্ট, চলছে Amazon Fab Phones Fest আজই শেষ দিন

প্রথমে লঞ্চ করে দেওয়াও হয়েছিল গালওয়ান ভ্যালিতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তৈরি একটি মোডকে। যেটা তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। তবে অনেকেই এই গেমে মাত্র একটা মিশন লঞ্চ করা হয়েছিল দেখে বিরক্তি প্রকাশ করেছিল। তাদের মুখে হাসি ফুটবে এবার বলেই মনে করা হচ্ছে।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook এও আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।