আমাজনে চলছে Fab Phones Fest। আর এই অফারে স্মার্টফোনের ডিলের সাথে সাথে হ্যান্ড পিকড কিছু অডিও প্রোডাক্টেও দারুন সব অফার রয়েছে। যেগুলোকে আপনি অত্যন্ত কম দাম দিয়ে কিনে দিতে পারবেন।
কোন কোন প্রোডাক্টে পাও যাচ্ছে অফার্স?
আপনার যদি অডিও প্রোডাক্টে এর প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই Deal গুলিকে মিস করবেন না।
boAt Bassheads 100 Ear Earbuds
এই Earbuds এর দাম 999 টাকা। আমাজনের এই অফারে এটিকে আপনি কিনতে পারবেন মাত্র 379 টাকা দিয়ে। বেশ কিছু কালার অপশন পেয়ে যাবেন এই boAt Bassheads 100 Ear Earbuds এর। রয়েছে ট্যাঙ্গেল ফ্রি PVC Cable। পাবেন এক বছরের ওয়ারেন্টি।
pTron Bassbuds in Ear True Wireless Headphone
pTron এর এই Bluetooth হেডফোনে পাবেন 53% হিউজ ডিসকাউন্ট। 1,900 টাকার এই প্রোডাক্টটি আপনি পাবেন মাত্র 899 টাকা দিয়ে। 6 ঘন্টা প্লেব্যাক টাইম পাবেন। কেসের চার্জ সমেত চলবে প্রায় 20 ঘন্টা। রয়েছে 10m ওয়ারলেস রেঞ্জ ও ভয়েস আসিস্ট্যান্টের সাপোর্ট।
boAt Rockerz 255 Pro in-Ear Bluetooth Neckband
63% ডিসকাউন্ট সমেত এর প্রোডাক্টের বর্তমান দাম রয়েছে 1,299 টাকা। দারুন দেখতে এই নেকব্যান্ডের নানান কালার ভ্যারিয়েন্টও পেয়ে যাবেন। IPX5 ওয়াটার ও শোয়েট রেসিস্ট্যান্ট এটি। পাবেন স্পোর্টস ফ্রেন্ডলি ডিজাইন।
জেনে নিন : শুরু হয়ে গেছে Flipkart Mobile Bonanza সেল, জেনে নিন বিশেষ বিশেষ অফারগুলি
এই Deal গুলি নিঃস্বন্দেহে অসাধারণ। আপনি যদি এরই মধ্যে কোনো অডিও প্রোডাক্ট নিতে চাইছেন তাহলে অবশ্যই এই অফারগুলি কনসিডার করে দেখতে পারেন। সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের WhatsApp ও Telegram গ্রুপ। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।