লকডাউনে এবার ঘরে বসে ইনকামের সুযোগ এনে দিল ভোডাফোন-আইডিয়া ! জেনে নিন বিস্তারিত !

লকডাউন এর মাঝেই জিও নিয়ে এসেছিল জিওপিঅস লাইট

যার সাহায্যে যেকোনো কেউ ঘরে বসেই অন্যের জিও ফোনে রিচার্জ করতে পারত এবং সেখান থেকে কমিশন আর্ন করতে পারত । 

আর এবার তার আগে এয়ারটেল এনেছিল সুপারহিরো প্রোগ্রাম যার সাহায্য এই ধরনের কাজ হতো । 

এবার ভোডাফোন-আইডিয়া পেটিএম এর সাথে কোলাব করে এই ধরনের একটি সুবিধা নিয়ে এল। 

এই প্রোগ্রামের নাম তারা দিয়েছে রিচার্জ সাথী !

তবে এই সুবিধা ব্যবহার করার জন্য আপনার পেটিএম অ্যাকাউন্ট থাকতেই হবে !

আরও জানুন : স্থানীয় ব্যবসায়িদের সহায়তা করার প্রচেষ্টায় ইনস্টাগ্রাম চালু করলো ইন-অ্যাপ ফুড ডেলিভারি !

আর এর সাহায্যে আপনি ভোডাফোন-আইডিয়া সিম কার্ড রিচার্জ করলে অ্যাডিশনাল কমিশন পাবেন !

ভোডাফোন আর আইডিয়ার ঘোষণা অনুযায়ী এর সাহায্যে আপনি প্রতি মাসে 5,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন

যা এই পরিস্থিতিতে নিঃস্বন্দেহে এক দারুন ব্যাপার হবে।

কীভাবে ব্যবহার করবেন এই রিচার্জ সাথী প্রোগ্রাম ?


এই রিচার্জ সাথী প্রোগ্রাম ব্যবহার করার জন্য প্রথমেই আপনাকে পেটিএম ডাউনলোড করে নিতে হবে। তার পর রেজিস্টার করে নিতে হবে।

তাহলেই Stay at Home Essentials এই ক্যাটেগরির মধ্যে আপনি এই অপশন পেয়ে যাবেন !