লঞ্চ হয়ে গেল Vivo Y21T স্মার্টফোন, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

সম্প্রতি Vivo সংস্থা লঞ্চ করে দিল Y সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন। ইতিমধ্যে ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে Vivo Y21T স্মার্টফোন। চলুন দেরি না করে এক নজরে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং দাম সম্বন্ধে জেনে নেওয়া যাক।

Vivo Y21T স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 1600×720 Pixel রেজুলিউশন বিশিষ্ট 6.51-Inch LCD Display। একই সাথে থাকছে 20: 9 Aspect Ratio এবং 60Hz Refresh Rate। স্মার্টফোনের মধ্যে উপস্থিত থাকছে Qualcomm Snapdragon 680 SoC। 

এরই পাশাপাশি স্মার্টফোনটি 6GB RAM + 128 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে বলে জানা গেছে। আর 2GB ভার্চুয়াল RAM ব্যবহারের সুবিধা তো থাকছেই। এছাড়াও SD Card ব্যবহার করে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

এবার আসা যাক ক্যামেরার বিষয়ে। ক্যামেরা হিসাবে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে ইনক্লুড থাকছে 50-Megapixel Primary Camera, 2-Megapixel Secondary Sensor এবং 2-Megapixel Depth Sensor। আরও রয়েছে 8-Megapixel ক্যামেরায় সেলফি তোলার সুযোগ। 

জেনেনিন : ট্যাক্স সংক্রান্ত বিধি না মানার জন্য Xiaomi এবং Oppo-কে 1,000 কোটি টাকা জরিমানা দিতে হতে পারে, Income Tax Department of India-র সম্প্রতি রেইড থেকে এমন তথ্যই পাওয়া যাচ্ছে

এখানেই শেষ নয়। ব্যাটারির ক্ষেত্রে থাকছে 5,000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং ফিচার্স। তারই সাথে পাওয়া যাবে Wi-Fi, 4G LTE, FM Radio, GPS / A-GPS, USB Type-C Port,  3.5mm Headphone Jack, Bluetooth v5 এবং সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনটির ওজন রাখা হয়েছে 182 গ্রাম।

দাম কত রাখা হয়েছে?

সংস্থার তরফ থেকে স্মার্টফোনটির দাম রাখা হয়েছে IDR 3,099,000 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 16,200 টাকার আশেপাশে। ইতিমধ্যে ইন্দোনেশিয়া দেশে স্মার্টফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। এটি Midnight Blue এবং Pearl White এই দুটি কালার অপশনে পাওয়া যাবে।

ভারতে কেমন হতে চলেছে স্মার্টফোনটি?

অনলাইন সাইটে ইতিমধ্যে টিজ হয়েছে যে, স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ হতে পারে। ইন্ডিয়ান মার্কেটে স্মার্টফোনটি 2408×1080 Pixel রেজুলিউশন সহ 6.58-Inch Display নিয়ে লঞ্চ হতে পারে। এছাড়াও থাকতে পারে 90Hz Refresh Rate। একই সঙ্গে ইনক্লুড হতে পারে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। একইসাথে পাওয়া যাবে 1GB ভার্চুয়াল RAM ব্যবহারের সুবিধাও। ভারতের বাজারে স্মার্টফোনের দাম হতে পারে 16,490 টাকা মতো। তবে ঠিক কবে আমাদের দেশে লঞ্চ করা হবে সেই বিষয়ে সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। 

নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনার মতামত কি? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!