3,999 টাকার প্রোডাক্ট মাত্র 1,999 টাকায়, লঞ্চ হয়ে গেল Noise ColorFit Caliber SmartWatch, এখনই দেখেনিন স্পেসিফিকেশন্স, দাম, কালার ভেরিয়েন্ট এবং সেল ডেট

ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল আরও একটি অসাধারণ স্মার্টওয়াচ। সম্প্রতি Noise ব্র্যান্ড লঞ্চ করে দিলো Noise ColorFit Caliber SmartWatch।  ইতিমধ্যে স্মার্টওয়াচের স্পেসিফিকেশন্স, দাম, কালার ভেরিয়েন্ট এবং সেল ডেট জানা গেছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সমস্ত কিছু।

Noise ColorFit Caliber SmartWatch স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টওয়াচের মধ্যে থাকছে 240×280 Pixels রেজুলিউশন যুক্ত 1.69-Inch TFT Display। একই সাথে রয়েছে 150 টিরও বেশি Cloud-Watch Faces এবং কাস্টমাইজেশনের সুবিধা। এছাড়াও উপস্থিত থাকছে Three-Axis Accelerometer। স্মার্টওয়াচটি Android এবং iPhone উভয় স্মার্টফোনের সাথে নির্ভাবনায় সংযোগ করা যাবে।

এরই পাশাপাশি পাওয়া যাবে SPO2 Blood Oxygen মাত্রা পর্যবেক্ষণ থেকে শুরু করে 24×7 Heart Rate Monitor, Sleep Tracking, Stress Monitor, Menstrual Cycle Monitoring এবং শরীরের তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি ট্রাকিং করার সুবিধাও। একই সঙ্গে ইনক্লুড থাকছে 60 টি Sports Modes। 

এছাড়াও রয়েছে IP68 Dust & Water-Resistant সুবিধা। তারই সাথে স্মার্টফোনের যাবতীয় নোটিফিকেশন স্মার্টওয়াচের মাধ্যমে দেখার সুবিধা তো পাবেনই। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে এতে ব্যবহৃত ব্যাটারি সিঙ্গেল চার্জে দীর্ঘ 15 দিনের ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম।

জেনেনিন : ট্যাক্স সংক্রান্ত বিধি না মানার জন্য Xiaomi এবং Oppo-কে 1,000 কোটি টাকা জরিমানা দিতে হতে পারে, Income Tax Department of India-র সম্প্রতি রেইড থেকে এমন তথ্যই পাওয়া যাচ্ছে

দাম কত রাখা হয়েছে?

ভারতের বাজারে এই স্মার্টওয়াচ এর দাম নির্ধারণ করা হয়েছে 3,999 টাকা। তবে ই-কমার্স জায়ান্ট প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ডিভাইসটির উপর রেখেছে দুর্দান্ত ডিসকাউন্ট। এটি সীমিত সময়ের জন্য ফ্লিপকার্টে পাওয়া যাবে 1,999 টাকাতে।

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

Noise ColorFit Caliber স্মার্টওয়াচের Strap গুলি Green, Black, White, Blue এবং Red এই 5 টি কালার অপশনে পাওয়া যাবে। চলুন এবার সেল ডেটের দিকে নজর রাখা যাক।

সেল Date কবে?

ডিভাইসটি আগামী 6 ই জানুয়ারি ঠিক দুপুর 12 টা থেকে বিক্রি শুরু হবে। কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টওয়াচ? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!