শীঘ্রই লঞ্চ হতে চলেছে Moto G71 5G স্মার্টফোন, এক নজরে দেখে নিন স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট বিস্তারিত ভাবে

 Motorola ব্র্যান্ড ভারতের বাজারে G-সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। টিপস্টার Yogesh Brar জানিয়েছেন শীঘ্রই লঞ্চ হবে Moto G71 5G স্মার্টফোনটি আমাদের দেশে। ইতিমধ্যে স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট জানা গেছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।

Moto G71 5G স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 1080 x 2400 Pixel রেজুলিউশন যুক্ত 6.43-Inch Full HD+ OLED Display। একই সাথে রয়েছে DCI-P3 Color Gamut ফিচার্স। স্মার্টফোনটি 8nm Fabrication Process সহ Octa-core Qualcomm Snapdragon 695 Processor দ্বারা পরিচালিত হবে। এছাড়াও থাকছে Adreno 619L GPU। 

স্টোরেজ হিসাবে পেয়ে যাবেন 6GB LPDDR4X RAM এবং 128GB UFS 2.1 ইন্টারনাল স্টোরেজ। ক্যামেরা স্মার্টফোনের গুরুত্বপূর্ণ একটি অংশ। এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে 8MP Ultra-Wide-Angle Lens এবং 2MP Macro Lens বিশিষ্ট ট্রিপল ক্যামেরা সেটআপ। তারই সাথে রয়েছে 16MP সেলফি ক্যামেরা।

জেনেনিন : লঞ্চ হয়ে গেল Vivo Y21T স্মার্টফোন, দেখেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

এখানেই শেষ নয় থাকছে 5,000mAh ব্যাটারি এবং 30W ফাস্ট চার্জিং সুবিধা। আরও পাওয়া যাবে Dual-Sim, 5G, 4G, Type-C Port, NFC, 3.5mm Audio Jack, Dual-band Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, GLONASS এবং Rear-Mounted Capacitive Fingerprint Scanner। স্মার্টফোনের পরিমাপ এবং ওজন যথাক্রমে 61.2 x 73.9 x 8.5 mm এবং 179 গ্রাম।

দাম কত হতে পারে?

ভারতে স্মার্টফোনের দাম কত হবে তা সংস্থার তরফ থেকে এখনও অবধি জানানো হয়নি। যেহুতু স্মার্টফোনটি ইউরোপ মার্কেটে দাম ছিলো €300 তাই অনুমান করা যেতে পারে আমাদের দেশে ডিভাইসটির দাম হতে পারে 25,430 টাকার কাছাকাছিই।

কালার ভেরিয়েন্ট কেমন রয়েছে?

স্মার্টফোনটি 3 টি কালার অপশনে দেখা গেছে। যার মধ্যে রয়েছে Arctic Blue, Neptune Green এবং Iron Black।

লঞ্চ Date কবে?

টিপস্টার Yogesh Brar তথ্য অনুযায়ী স্মার্টফোনটি আমাদের দেশে জানুয়ারির মাসের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে বলে জানা গেছে। নতুন এই স্মার্টফোন সম্বন্ধে আপনি কতটা এক্সাইটেড? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!