লঞ্চ হতে পারে Realme 9 Pro এবং Realme 9 Pro+ স্মার্টফোন, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত, দেখেনিন বিস্তারিত ভাবে সমস্ত কিছু

সম্প্রতি Realme সংস্থা তাদের Realme 9 সিরিজের Realme 9 Pro এবং Realme 9 Pro+ দুটি নতুন মডেল লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। টিপস্টার Mukul Sharma জানিয়েছেন স্মার্টফোন কোম্পানি উভয় দুটি স্মার্টফোন নিয়ে ব্যাপক ভাবে কাজ করে চলেছে।

দেখেনিন Realme 9 Pro এবং Realme 9 Pro+ স্মার্টফোনের মডেল নাম্বার 

ইতিমধ্যেই অনলাইন সাইটে Realme 9 Pro স্মার্টফোনের মডেল নাম্বার RMX3472 এবং Realme 9 Pro+ মডেল নাম্বার RMX3393 ফাঁস হয়েছে। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক স্মার্টফোন গুলো কবে লঞ্চ হবে।

কবে লঞ্চ হবে?

সূত্র মারফত জানা গেছে উভয় স্মার্টফোনের মধ্যেই 5G কানেক্টিভিটি সুবিধা উপলব্ধ থাকবে। সবকিছু ঠিক থাকলে 2022 সালের ফেব্রুয়ারি মাসে স্মার্টফোনগুলো গ্লোবালি লঞ্চ হবে। আশা করা হচ্ছে সর্বপ্রথম ইউরোপের গ্রাহকদের জন্যই স্মার্টফোনগুলো লঞ্চ হতে পারে।

Realme 9 Pro সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যেতে পারে 6.5 Inch Display। একই সঙ্গে রয়েছে Qualcomm Snapdragon 730 Processor। তারই সাথে থাকছে 108MP + 8MP + 5MP + 2MP যুক্ত কোয়াড ক্যামেরা। আরো রয়েছে 16MP+ 2MP ডুয়াল ক্যামেরার সাহায্যে সেলফি তোলার সুযোগ। এছাড়াও ইনক্লুড থাকছে 6000mAh ব্যাটারি।

জেনেনিন : শীঘ্রই লঞ্চ হতে চলেছে Moto G71 5G স্মার্টফোন, এক নজরে দেখে নিন স্পেসিফিকেশন্স, দাম এবং লঞ্চ ডেট বিস্তারিত ভাবে

Realme 9 Pro+ সম্ভাব্য স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে থাকতে পারে 6.5-Inch FHD+ Display। একই সাথে স্মার্টফোনটি MediaTek Dimensity 810 Processor দ্বারা পরিচালিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও রয়েছে 50MP + 13MP + 8MP + 2MP বিশিষ্ট কোয়াড ক্যামেরা সেটআপ। আরও পাওয়া যাবে 16MP ফ্রন্ট ক্যামেরা। এরই পাশাপাশি পেয়ে যাবেন 5,000mAh ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জিং এর সুবিধা।

দাম কত হতে পারে?

এই আর্টিকেলটি লেখার সময় পর্যন্ত স্মার্টফোন গুলোর দাম কত হবে তা জানা সম্ভব হয়নি। কি ভাবছেন আপনি নতুন এই স্মার্টফোন সম্বন্ধে? অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন!