Reliance Jio ও Vi-র 399 টাকার প্ল্যান গুলির মধ্যে কোনটি ভালো, কে দিচ্ছে বেশি সুবিধা?

vi vs reliance jio 399 prepaid plans which one is providing best benefits

রিলায়েন্স জিও (Reliance Jio) এবং ভোডাফোন-আইডিয়া, সংক্ষেপে Vi। এই দুজন টেলিকম অপারেটর ভারতে তাদের গ্রাহকদের একের পর এক দারুন সব অফার দিয়েই চলেছে। আজকে আমরা দেখে নেবো রিলায়েন্স জিও এবং Vi এর 399 টাকার প্ল্যান গুলি সম্পর্কে বিস্তারিত।

তারই সাথে দেখে নেব কোনটাকে বেশি সুবিধা পাচ্ছি আমরা। প্রথমেই আমরা দেখে নেবো রিলায়েন্স Vi-র 399 টাকার প্রিপেইড প্ল্যান সম্পর্কে। 

Vi-র 399 টাকার প্রিপেইড প্ল্যান

VI-র 399 টাকার প্ল্যানে আপনি পেয়ে যাবেন প্রত্যেকদিন ট্রুলি আনলিমিটেড কলিং (Truly Unlimited Calling) এর সুবিধা। পাচ্ছেন প্রত্যেকদিন 1.5 GB করে ডেটা। তার সাথে 100 টা করে SMS।  

পাবেন Binge all Night এর সুবিধা। অর্থাৎ রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত সার্চ করতে পারবেন, স্ট্রিম করতে পারবেন, শেয়ার করতে পারবেন যত খুশি ইন্টারনেট। আপনার মূল প্ল্যান থেকে কোনরকম ডিডাকশন হবে না এর জন্য।

তারাই সাথে আছে উইকেন্ড ডেটা রোল ওভারের সুবিধাও। আর তারই সাথে ভি মুভি এন্ড টিভি। এর সুবিধা পেয়ে যাবেন আপনি। যেখানে আপনি আনলিমিটেড মুভিস, অরিজিনালস, লাইভ টিভি দেখতে পারবেন। এবার দেখে নেয়া যাক রিলায়েন্স জিওর 399 টাকার প্যাক টি সম্পর্কে বিস্তারিত!

Reliance Jio-র 399 টাকার প্রিপেইড প্ল্যান

রিলায়েন্স জিওর 399 টাকার প্রিপেড প্ল্যানটিতে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। পাচ্ছেন প্রত্যেকদিন 1.5 জিবি করে ডেটা। থাকছে প্রত্যেকদিন 100 টা করে SMS এর সুবিধা।

জেনে নিন : প্রিপেইড টেলিকম প্ল্যানের সাথে পাবেন Health Insurance, দেখেনিন Vi এর দারুন দুটি Hospicare প্ল্যান সম্পর্কে বিস্তারিত

থাকছে জিওটিভি, জিও সিনেমা, জিও নিউজ, জিও সিকিউরিটি, জিও ক্লাউড এর মতো Jio Apps গুলির কম্প্লিমেন্টারি সাবস্ক্রিপশন। এই প্যাকটির ভ্যালিডিটি আগের প্যাকটির মতই। অর্থাৎ 56 দিন।

এই দুটো প্রিপেড প্ল্যান এর মধ্যে কোনটা ভালো? 

এই দুটো প্রিপেড প্ল্যানের মধ্যে সমস্ত অফার প্রায় এক রকম পাওয়া গেলেও Vi-এর ক্ষেত্রে আমরা পাচ্ছি Binge All Night এর সুবিধা। যেখানে রাত 12 টা থেকে সকাল ছয়টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পেয়ে যাব আমরা। তার সাথে থাকছে উইকেন্ডে ডেটা রোলওভারের (Weekend Data Rollover) সুবিধাও। যেগুলো রিলায়েন্স জিওর মতো বড় মাপের টেলিকম অপারেটরও দিচ্ছে না। 

তাই আপনার যদি অত্যাধিক ইন্টারনেটের প্রয়োজন হয়। বিশেষত রাত্রের ওই নির্দিষ্ট সময়টা যদি আপনি বেশি মাত্রায় ইন্টারনেট ব্যবহার করেন। তাহলে অবশ্যই Vi-এর প্যাকটি আপনার জন্য আদর্শ হবে।