জুনের 24 তারিখে Realme করতে পারে আরও একটি লঞ্চ ইভেন্ট, লিক হল এমনই তথ্য, কি কি লঞ্চ হবে?

ইতিমধ্যে আমাদের অসাধারণ সমস্ত প্রোডাক্ট উপহার দিয়েছে Realme। আসছে তাদের Realme Book ও RealmePad। সামনেই আছে Realme GT ইভেন্ট। এক টিপস্টারের মতে Realme আর একটি ইভেন্ট করতে চলেছে 24 জুন। জেনে নেওয়া যাক সেই ইভেন্টে কি কি প্রোডাক্ট লঞ্চ হতে পারে। 

কি কি প্রোডাক্ট লঞ্চ হতে পারে সেই ইভেন্টে?

এই লিকস টিপস্টার Yogesh প্রকাশ করেছেন। Realme India তাদের 24 জুনের ইভেন্টে চারটি প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। যার মধ্যে Realme-র 2 টি Narzo স্মার্টফোন সেই লঞ্চ ইভেন্টে এর মাধ্যমে প্রকাশ পেতে চলছে। এই দুটি স্মার্টফোন সম্ভবত Narzo 30 এর 4G এবং 5G ভ্যারিয়েন্ট রয়েছে। একই সাথে Realme লঞ্চ করতে চলেছে একটি Wireless Earbuds এবং একটি নতুন Smart TV।

জেনে নিন : বিক্রি হচ্ছে 150 মিলিয়ন ভারতীয়র ভ্যাক্সিনেশন তথ্য? কি বলছে ভারত সরকার?

সূত্র মারফত জানা গেছে 24 জুন Vanilla Narzo 30 4G এবং 5G ভ্যারিয়েন্টস আত্মপ্রকাশ করতে পারে। এরই সাথে তারা Narzo 30 সিরিজ টিকে প্রসারিত করবে Realme এই Vanilla Narzo 30 স্মার্টফোনটি launch এর মাধ্যমে। একই দিনে প্রকাশ পাবে বাকি 2 টি প্রোডাক্ট।

ইতিমধ্যেই এই Narzo 30 4G লঞ্চ হয়ে গেছে মালয়েশিয়াতে। যার মধ্যে রয়েছে MediaTek Helio G95 প্রসেসর। 6.5 ইঞ্চির ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 90Hz এর। জানা গেছে Realme একটি 32-inch Smart TV-ও লঞ্চ করবে। Smart TV টির স্পেসিফিকেশন্স এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। এরই সাথে যে নতুন ইরারবাডস (EarBuds) টি আসতে চলেছে সম্ভবত সেটি হতে পারে Buds Q2। যেটি সম্প্রতি Pakistan-এ লঞ্চ হয়েছে।